Category:কুরআন বিষয়ক আলোচনা
আমরা প্রতিদিন নামাজে সূরা ফাতিহা পড়ি। কিন্তু কতবার ভেবেছি, কী বলছি আমরা? কার প্রশংসা করছি? কেন করছি? কে এই ‘রহমান’ যাঁকে আমরা স্মরণ করি? কোন ‘সিরাতল মুস্তাকীম’-এর দুআ আমরা করি? কাদের পথ চাই, আর কাদের পথ এড়াতে চাই বলছি?
এই বইটি সূরা ফাতিহাকে কেবল বুঝার প্রয়াস নয়, এটি আত্মার সামনে এক আয়না। এখানে প্রতিটি আয়াতের ব্যাখ্যা রয়েছে, কিন্তু তার চেয়েও বেশি রয়েছে প্রশ্ন! আপনি যখন নামাজে দাঁড়ান, আপনি আসলে কী বলছেন, কেন বলছেন, কার সামনে বলছেন? এই বই আপনাকে সেই অনুধ্যানের দিকেই ডাকবে। নামাজের প্রতিটি রাকআতে তিলাওয়াত করা এই সূরার মাঝে আপনি খুঁজে পাবেন আপনার নিজের অবস্থান, আপনার পথ, আপনার চাহিদা, আপনার ভয় ও আপনার আশা।
সূরাতুল ফাতিহা কেবল একটি সূরা নয়, এটি এক জাগরণ। একটি সূরার মাঝে পুরো জীবন ধরা পড়ে কীভাবে তা যদি বুঝে ওঠেন, তাহলে সূরা ফাতিহা আর কখনোই একটি সূরা থাকবে না। এটি হয়ে উঠবে আপনাকেই বলা এক আহ্বান, নিজেকে বদলানোর ও গভীরভাবে ভাবার এক অন্যান্য মাধ্যম।
Report incorrect information