মানুষ জন্মের পর থেকেই ভালোবাসার এক অদৃশ্য চাদরে মোড়ানো থাকে। সে যখন প্রথমবারের মত পৃথিবীর আলো-বাতাস দেখে, তখনই তার জন্য খুলে যায় আল্লাহর অসংখ্য নিয়ামতের দ্বার—নিঃশ্বাসের জন্য মুক্ত বাতাস, ক্ষুধা নিবারণের জন্য মায়ের দুধ, আর আশ্রয়ের জন্য একটি নিরাপদ কোল।
আমরা এমন এক জীবন নিয়ে চলছি, যার প্রতিটি স্তরে নিয়ামতের ছোঁয়া লেগে আছে। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি মুহূর্ত, প্রতিটি অবস্থা—সবই আল্লাহ তা'আলার দান। কিন্তু আফসোস, এই নিয়ামতগুলোর গুরুত্ব আমরা খুব সহজেই ভুলে যাই। মনে করি, এগুলো তো এমনিতেই পাওয়ার কথা। অথচ চোখ, কান, পা, মস্তিষ্ক, খাবার, পানি—এর যেকোনো একটিও ব্যাহত হলেই টের পাই, এগুলো কতটা মূল্যবান ছিল।
এই বইটি নিয়ামতের গভীরতা নিয়ে ভাবতে সাহায্য করবে। নিয়ামত হারিয়ে ফেলার পর তা কীভাবে ফিরে পাওয়া যায়, সেটি বুঝতেও সাহায্য করবে। পাশাপাশি শেখাবে, কীভাবে প্রাপ্ত নিয়ামতকে সংরক্ষণ ও ধরে রাখা যায়।
নিয়ামত কী, আল্লাহ কেন আমাদের নিয়ামত দেন, আবার কেন কখনো কখনো তা ফিরিয়ে নেন—এসব বিষয়েও বিস্তৃত আলোচনা রয়েছে এই বইটিতে।
এছাড়াও, এখানে স্থান পেয়েছে নিয়ামত হারানোর কিছু বাস্তব ঘটনা, যা একজন সাধারণ পাঠকের হৃদয় ছুঁয়ে যাবে। পাশাপাশি ইতিহাস থেকে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ কাহিনিও যুক্ত করা হয়েছে—সেসব মানুষ ও জাতির গল্প—যারা অকৃতজ্ঞতার কারণে ধ্বংস হয়ে গিয়েছিল।
সারকথা—নিয়ামত কী, নিয়ামত আমাদের জীবনে কতটা জরুরি, নিয়ামত হারিয়ে ফেলার ক্ষতি, নিয়ামত হারানোর কারণ, তা ধরে রাখার উপায় এবং সেসব জাতির গল্প জানতে হলে পড়তে হবে—'নিয়ামত পেয়ে হারিয়ে ফেলো না' বইটি।
মাহমুদ বিন নূর— তরুণ আলেম, লেখক ও গবেষক। বর্তমান সময়ের সম্ভাবনাময় একজন সৃষ্টিশীল লেখক। মননশীল ও সৃজনশীল প্রতিভাধর এই লেখক জন্মগ্রহণ করেন ১৯৯৭ সালের ১৪-ই নভেম্বর। জন্ম ও বেড়ে ওঠা হবিগঞ্জ জেলায়। পড়ালেখার সুবাদে দীর্ঘদিন ছিলেন দেশের রাজধানী, ঢাকায়। তিনি পড়াশোনা শেষ করেন কওমি মাদ্রাসা থেকে। ঢাকা'র বড়ো বড়ো ওলামায়ে কেরামের সান্নিধ্যে ছিলেন বহুদিন। ছাত্রজীবন থেকেই ছিলেন উস্তাদদের প্রাণপ্রিয় ছাত্র। প্রসিদ্ধ শায়েখ-মাশায়েখদের কাছ থেকে নিয়েছেন 'হাদিসে নববীর' ইজাজাহ। লেখালেখির হাতেখড়ি সেই ছাত্রা জামানা থেকেই। সেই থেকে শুরু, অদ্যবধি চলছে আলহামদুলিল্লাহ। ওনার রচিত উল্লেখযোগ্য গ্রন্থসমূহ— "নফসের বিরুদ্ধে লড়াই, শয়তানের বিরুদ্ধে লড়াই, অলসতার বিরুদ্ধে লড়াই, আমার শত্রু আমি, স্বপ্ন ও স্বপ্নের ব্যাখ্যা, জীবনের আয়না ও প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি।" তন্মধ্যে, নফসের বিরুদ্ধে লড়াই, শয়তানের বিরুদ্ধে ও আমার শত্রু আমি— এই তিনটি বই বেস্ট সেলার তালিকায় জায়গা করে নিয়েছে, আলহামদুলিল্লাহ। এছাড়া, ওনার সম্পাদনার হাত ধরে প্রকাশিত হয়েছে আরও বেশ কয়টি বই ।