সন্তান-সন্ততি মহান আল্লাহ তা'আলার পক্ষ থেকে এক বিশেষ নেয়ামত। যাদেরকে প্রতিটি পিতামাতার নিকট আমানত হিসেবে পাঠিয়েছেন। সন্তানকে উত্তম চরিত্রে চরিত্রবান করে তোলা, ইসলাম ধর্মের বিশুদ্ধ জ্ঞান শিক্ষা দেয়া, শরীয়তবহির্ভূত কাজকর্ম থেকে বিরত রাখা পিতামাতার অন্যতম একটি নৈতিক দায়িত্ব। এ দায়িত্ব পালনে যদি কেউ অবহেলা করে তাহলে কাল সেই হাশরের ময়দানে মহান আল্লাহর নিকট জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এ ব্যাপারে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই।
একটি কথা প্রত্যেকটি পিতামাতার জানা থাকা চাই। তা হচ্ছে, আল্লাহ তা'আলা পিতামাতাকে সন্তানদের দায়িত্বশীল বানিয়েছেন। অতএব এ সন্তান জন্মের পর থেকেই পিতামাতার অধিনস্থ। এখন সে যদি তাদের ব্যাপারে কল্যাণের প্রত্যাশী না হয়, তাহলে তার ব্যাপারে কঠোর হুঁশিয়ারী বাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন-
আল্লাহ যদি কোনো বান্দাকে কারোর দায়িত্বশীল বানান আর সে নিজ অধিনস্থদের কল্যাণের ব্যাপারে যত্নশীল না হয় তাহলে সে জান্নাতের ঘ্রাণও পাবে না।'
শিশুর মানসিক ও আদর্শিক উন্নতি সাধনে সুষম পরিচর্যা, ভারসাম্যপূর্ণ নীতিমালার পূর্ণ অনুশীলন, সার্বিক দিক বিবেচনায় এগুলো মুখ্য বিষয় হিসেবে কুরআনিক দৃষ্টিতে আখ্যায়িত হয়েছে। তাইতো পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে-