আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
এক অপ্রতিরোধ্য সৃষ্টির বুনন চলে হৃদয়ে অহর্নিশি। আশা-নিরাশা, বিক্ষিপ্ত ভাবনা, হাজারো স্বপ্নের পূর্ণতা আর অপূর্ণতা, সংগ্রাম-সাধনা, সাফল্য ও ব্যর্থতার গল্পই জীবনের গল্প। প্রতিকূলতার মাঝে মনে হয়, এই বুঝি থেমে গেল জীবন। কিন্তু না, থেমে সে যায়না কভু।
কিছু চিঠিপত্র, কিছু ছোট গল্প, আর প্রবন্ধের সমষ্টিই 'ত্রিবেণি' বইটি। গল্পগুলোতে লতা ওসমানী মানুষের বিচিত্র জীবনের গল্পের নকশি কাঁথা বুনতে চেষ্টা করেছেন। চিঠিগুলো লেখিকার অতি প্রিয়জনদের মরণোত্তর কালের স্মৃতি রোমন্থন- যে না বলা কথাগুলো বলার জন্য প্রতিনিয়ত হৃদয় অত্যন্ত ব্যাকুল হয়, সেই কথাগুলোই বেঁধে রাখার চেষ্টা করেছেন। যে কয়েকটি প্রবন্ধ রয়েছে বইটিতে, সেগুলো একেবারেই ব্যক্তিগত বিষয় নিয়ে এবং ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে উদ্ভুত।
তার লেখার বুনিয়াদ তার পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন আর বন্ধু-বান্ধবদের মন্তব্য। সেই মন্তব্যগুলোই দূরের বাতিঘরের মতো জ্বলছে তাকে পথ দেখানোর কাজে।
Report incorrect information