Category:শিশু-কিশোর কমিকস ও ছবির গল্প
দুপুরে খাবার পরে তিন মানহা দাদুকে ঘিরে গোল হয়ে বসেছিল উঠানে পেতে রাখা শীতলপাটিতে। হঠাৎ মানহা বুড়ি বলে ওঠে,
“দাদু, গ্রামে নাকি একটা মেলা চলছে?”
“হ্যাঁ দাদুভাই, প্রায় দেড়শ বছর ধরে প্রতিবছর আমাদের গ্রামে এই মেলা বসে, দুই সপ্তাহ ধরে চলে। যেতে চাও নাকি?”
“হ্যাঁ দাদু!” তিন মানহা একসঙ্গে বলে উঠল।
“একটু পরেই রওনা দিই তাহলে...
Report incorrect information