আজ সাকরাইন, মিউ মানহা আর বুড়ি মানহা বহুবার শুনেছে এই আজব উৎসবের কথা। এই উৎসবের আগে আগে ওদের প্রাণের বন্ধু টোটো মানহা অসম্ভব ব্যস্ত হয়ে যায়। অবশ্য এটা তো জানা কথাই—কারণ সাকরাইন হলো ঘুড়ি ওড়ানোর উৎসব, আর টোটো মানহা ছোটবেলা থেকেই ঘুড়ি ওড়ানোর ওস্তাদ! টোটোর বাসা পুরান ঢাকায়, সেখানে নাকি প্রতিবছর সাকরাইন উপলক্ষে বিশাল আয়োজন হয়। এই বছর ওদের খুব শখ হয়েছে সাকরাইন দেখার। আব্বু আম্মুকে রাজি করিয়ে ওরা তাই ঠিক করেছে আজ রাতে ওরা টোটোর বাসায় থাকবে। আজকে কিন্তু ওদের অনেক মজা
Report incorrect information