বাংলাদেশে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০০২ প্রবর্তনের পর থেকেই মূলত: আর্থিক বা মানি লন্ডারিং অপরাধ তদন্ত বিষয়টি গতি পায়। পরবর্তীতে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থ‘ ইকোনমিক ক্রাইম ইউনিট‘, ‘মানি লন্ডারিং তদন্ত উইং‘, বা ‘ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট‘প্রতিষ্ঠার পর আর্থিক বা মানি লন্ডারিং অপরাধ তদন্ত এখন একটি গুরুত্বপূর্ণ তদন্ত হিসেবে পরিগণিত হচ্ছে।
ইতঃপূর্বে আন্তর্জাতিক সহায়তা প্রদানকারী বিভিন্ন সংস্থার সহযোগিতায় এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নিজস্ব উদ্যোগে গত দেড় দশকে আর্থিক অপরাধ তদন্ত সংক্রান্ত প্রচুর প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। কিন্তু সার্বিক আর্থিক অপরাধ তদন্ত সংক্রান্ত সার্বিক বিষয়াদি একত্রিত করে কোনো বই এখনো প্রকাশিত হয়নি। একই ভাবে বাংলাদেশ হতে প্রচুর অর্থ বিদেশে পাচার হয়ে যায়। অথচ এ বিষয়ক তদন্ত বা পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের বিষয়েও বাংলায় লিখিত কোনো কোনো বই বাজারে নেই। এ বিষয়গুলো মাথায় রেখে আর্থিক বা মানি লন্ডারিং অপরাধ তদন্ত ও পাচারকৃত অর্থ পুনরুদ্ধার বিষয়ে একটি বই লেখার তাগিদ অনেকদিন যাবত অনুভব, অবশেষে আলোচ্য বইটি প্রকাশের মাধ্যমে আমার স্বপ্নের সার্থক প্রতিফলন হতে যাচ্ছে ।
বাংলাদেশে সর্বপ্রথম বাংলা ভাষায় রচিত আর্থিক অপরাধ তদন্ত ও পাচারকৃত অর্থ পুনরুদ্ধার“ বইটিতে মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধে কাজ করার দীর্ঘ দেড় যুগের অভিজ্ঞতার সবটুকু কাজে লাগানোর চেষ্টা করেছি। এই বইটি বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার আর্থিক বা মানি লন্ডারিং অপরাধ তদন্তে নিয়োজিত অনুসন্ধানকারী ও তদন্তকারী কর্মকর্তাদের জন্য যথেষ্ট উপযোগী হবে মর্মে আমার বিশ্বাস।
পৃথিবীতে আগমন ১৯৯২ সালে, বগুড়া জেলায় । বেড়ে ওঠা সিরাজগঞ্জ এবং ঢাকায় । শিক্ষায় বিএসসি ইন ট্রিপল ই (ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক) । পেশায় তড়িৎ প্রকৌশলী । নেশায় ছবি আঁকা, ঘোরা-ফেরা, আড্ডা দেওয়া । লম্পট হাত সুযোগ পেলেই পেন্সিলের গায়ে হাত দিয়ে স্কেসবুকে কারো প্রতিছব্বি আঁকতে আঁকতে পেন্সিলের আয়ু শেষ করে । ভালোবাসেন গল্প করতে, গল্প বানাতে, ভাবতে । ভাবতে ভাবতে ভাবনার সাথে প্রেমের পর এখন প্রেম করতে চাচ্ছেন মুদ্রণ মেশিনের সাথে । আজ থেকে ২০, ৫০ বা ১০০ বছর পর আপনার বাসায় পুরনো বুক শেল্ফের ধুলো মাখা কোনো পুস্তকে লেখা হয়ে বেঁচে থাকতে চান হাজার বছর । লেখকের কাছে লেখা সন্তানের মতো, সন্তান ভালো হলে জন্মদাতার সুনাম । ৮.৭ মিলিয়ন স্পেসিসের মধ্যে একজন নগণ্য, সামান্য, হতাশার ফেরিওয়ালা হতে চান অনুপ্রেরণার দোকানদার । ব্যর্থ নামের এই মানুষের বইখানা পড়ে বইয়ের কোনো একটা অংশের কথা ভেবে আপনার ঠোঁটের কোণে ছোট্ট হাসি আসলেই হতে পারে ব্যর্থতার সার্থকতা । Email: [email protected] FB: www.facebook.com/md.masudrana.mr9sm