Category:রোমান্টিক কবিতা
সাইয়্যেদ শাহ নূরে আরিফ, ২রা মে ১৯৭৫, শরিয়তপুর জেলার প্রখ্যাত সুরেশ্বর গ্রামে, সাইয়্যেদ শাহ নূরে বেলায়েত হোসাইন এর ঔরসে ও সাইয়্যেদা মোর্শেদা খাতুন এর গর্তে ধরায় শুভাগমন করেন, তিনি সুরেশ্বর উচ্চ বিদ্যালয়, অতঃপর শরিয়তপুরের মুলফৎগঞ্জ থেকে দাখিল, আলিম ও ফাজেল পাশ করে ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে ২০০১ সালে হাদিস বিভাগে কামিল পাশ করেন এবং মুমতাজুল মুহাদ্দেসীন হিসেবে প্রশংসনীয় গৌরব অর্জন করেন। সাইয়্যেদা শাহনাজ পারভীন সাথী নূরী এর সাথে কবি দাম্পত্য জীবনে এক কন্যা ও দুই পুত্র সন্তানের জনক। সাহিত্য অঙ্গনের অগ্রযাত্রায় তাঁহার ২০টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়, এর আগে দেশের বাহিরে ভারতের কলিকাতা আল ওয়াইসী পত্রিকায় কবির কবিতা নিয়মিত প্রকাশিত হয়। এছাড়া দেশের বিভিন্ন পত্রিকাতেও তাঁহার অসংখ্য কবিতা প্রকাশিত হয়েছে। কবির লিখা কবিতার সংখ্যা প্রায় এক হাজার আট'শ এর মত, ইসলামিক গজল পাঁচ হাজার ছাড়াবে। ইতোপূর্বে কবির, কবিতার আলপনা, কাব্য বিলাস, নিঃসঙ্গ পঙক্তিমালা, কড়া পাতার গান ও আদুরে আলাপন নামক পাঁচটি যৌথ কাব্যগ্রন্থ এবং দুঃখ বিলাস নামক একটি একক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। আরো দুইটি একক কবিতার বই প্রকাশের কাজ চলছে, এবং আরো তিনটি গ্রন্থ যন্ত্রস্থ রয়েছে প্রকাশের অপেক্ষায়..
Report incorrect information