Category:অনুবাদ: ইতিহাস ও ঐতিহ্য
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
সুফিবাদের সাথে শামস-ই-তাবরিজীর নাম ওতপ্রোতভাবে জড়িত। সুফিবাদের রহস্য পুরুষ তিনি। শামসের জীবনের লক্ষ্য ছিল পারিবারিক ও সামাজিক নিয়ম-রীতির ঊর্ধ্বে উঠে আত্মোপলব্ধির প্রচেষ্টা চালিয়ে যাওয়া। জালালুদ্দীন রুমির সঙ্গে সাক্ষাতের পর তাদের দুজনের মধ্যে গড়ে ওঠা গভীর আত্মিক সম্পর্ক ক্ষণস্থায়ী হলেও তা ছিল রুমির জীবনকে বদলে দেওয়ার সূচক। প্রফেসর উইলিয়াম সি চিতিক সুফিবাদের প্রবাদপুরুষ শামস-ই-তাবরিজী রচিত 'মাকালাত-ই-শামসি তাবরিজী'র ইংরেজি অনুবাদ করতে গিয়ে গ্রন্থটিকে শামসের আত্মজীবনীর রূপ দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বইটির নাম দিয়েছেন 'মি অ্যান্ড রুমি: দি অটোবায়োগ্রাফি অফ শামস-ই-তাবরিজী'। প্রচলিত অর্থে এটি কোনো আত্মজীবনী নয়। চিতিক শামসের বক্তব্যগুলোকে তাঁর কথোপকথনের স্থান কাল পাত্র অনুসারে সজ্জিত করেছেন, যাতে পাঠকরা তাঁর জীবন সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেতে পারেন।
'মাকালাত-ই শামস-ই-তাবরিজী' একটি গদ্য সংকলন। জীবনের শেষ পর্যায়ে তিনি এগুলো লিখেছেন অথবা কথাগুলো বলেছেন, যা তাঁর ভক্ত অনুরক্তরা তা টুকে রেখেছিলেন। 'মাকালাত' মূলত ইসলামের আধ্যাত্মিক ব্যাখ্যা এবং আধ্যাত্মিক উপদেশের সংকলন। কিন্তু তাঁর কথায় মানুষের জীবনের সবকিছুই উঠে এসেছে। আধ্যাত্মিকতা যেহেতু জীবন বিচ্ছিন্ন কিছু নয়, অতএব জীবন, সম্পৃক্ত সবকিছু নিয়েই শামস-ই-তাবরিজী'র 'মাকালাত' বা 'সংলাপ'।
Report incorrect information