Category:সাহিত্য ও সাহিত্যিক বিষয়ক প্রবন্ধ
অবিষ্মরণীয় কবিপ্রতিভা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তাঁর সাহিত্যসম্ভার যে শুধু বাংলা সাহিত্যের চিরস্থায়ী সম্পদ তা-ই নয়, বিশ্ব সাহিত্যেরও অনন্য পাথেয়। প্রতিবাদী, গণমুখী, মানবতাবাদী আপোষহীন বৈচিত্র্যমণ্ডিত সাহিত্যের যে ধারা নজরুল প্রবর্তন করে গেছেন, তার সাথে তুলনীয় কোনো কবি শুধু বাংলা ভাষায় কেন, তৃতীয়বিশ্ব তথা তাবৎ পৃথিবীতে আজও খুব বেশি নেই। এ জন্য নজরুল আমাদের জাতীয় কবি হলেও তিনি সারাপৃথিবীর, সকল কালের, সকল মানুষের কবি।
তিনি আমাদের জাতীয় সংস্কৃতিরও প্রধান রূপকার। আমাদের সংস্কৃতির বর্তমান অবয়বটির নির্মাতা কাজী নজরুল ইসলাম। তাঁর আগমনের পূর্ব পর্যন্ত আমরা জানতাম না আমাদের করণীয়। আমাদের ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে ছিল না পরিষ্কার ধারণা। ফলে অভিভাবকহীন, পথ-নির্দেশনাহীন একটি জাতি পুরোপুরি নিমজ্জিত ছিল হতাশায়। আর ঔপনিবেশিক ব্রিটিশ শাসক এবং তাদের অনুগত কলকাতার বাবু বুদ্ধিজীবী ও জমিদারদের দ্বারা আমরা হয়েছি উপেক্ষিত, লাঞ্ছিত। নজরুল আগমন করলেন সম্রাটের মতো। তিনি ভাষাহীন স্বজাতির মুখে জোগালেন ভাষা। আশাহীনকে দিলেন আশা। দিলেন নির্দেশনা। আর অমনি প্রাণ ফিরে এলো পাষাণপুরীতে।
Report incorrect information