একদিকে উর্মিমালাশোভিত উত্তাল সাগর, আরেকদিকে স্থির তপস্বীর মতো বিস্তীর্ণ নাফ। আকাশ জুড়ে কখনো বহুবর্ণা মেঘেদের আকা অপার্থিব চিত্রমালা, কখনো সহস্র জোনাকির মতো ভূলে থাকা তারার মেলা।বর্ষায় পাহাড়ের কোল বেয়ে নেমে আসা রুপালি ঝরনাধারা। সবচেয়ে প্রখর, প্রকৃতির সঙ্গে প্রেমে ও লড়াইয়েবেঁচে থাকা সাহসী কর্মঠ মানুষের জীবন।
কোভিড অতিমারির প্রকোপে পরিবার-পরিজন ছেড়ে এক নিঃসঙ্গ সময়ে টেকনাফ যখন নতুন করে জীবন দেখতে শেখাচ্ছে, কর্মব্যস্ততার বাইরে সুন্দরের কোলে ভুবে জন্ম নেয় 'টেকনাফ ডায়েরি' শিরোনামে অজস্র কবিতা ৷ সবই মূলত সেই সময়ের অনুভূতির দিনপঞ্জি । সেই লেখাগুলোকে কেন্দ্র করে বিগত পাঁচ বছরে কবি অমিত মপ্লিতের লেখা কবিতার সংকলন তাঁর এই দ্বিতীয় কবিতাগ্রন্থ, 'গহিনে নোনাজল'।
Report incorrect information