Category:জামাতে নাহবেমির
ইলমুছ ছরফ লেখকের জীবনী:
নাম: আল্লামা মুশতাক আহমাদ চরথাওলী রহ.। তিনি ইন্ডিয়ার মুজাফ্ফর নগর জেলায় অন্তর্গত চরথাওল স্থানে জন্ম গ্রহণ করেন।
তার রচয়িতা: ছফওয়াতুল মাসাদির, ইলমে নাহু, রওজাতুল আদব, ইলমুছ ছরফ, ইত্যাদি কিতাব রচনা করেছেন। মৃত্যু: ইন্তেকালের তারিখ জানা যায়নি।
ইলমুছ ছরফের পরিচয়:
ইলমুছ ছরফ এমন এক জ্ঞান অর্জন করার নাম যা জানার দ্বারা সিগাহ চিনা যায়, ও শব্দসমূহের গরদান দেওয়ার যোগ্য অর্জন হয়। এবং এক সিগা হতে অন্য সিগাহ বানানোর নিয়ম কানুন জানা যায়।
علم الصرف এর শাব্দিক অর্থ: ঘুরানো, ফিরানো।
এর পরিভাষায়: যে ইলম অর্জন করলে শব্দের মূলগঠন ও পরিবর্তনের নিয়ম কানুন জানা যায়। তাকে علم الصرف বলে।
علم الصرف এর উদ্দেশ্য: আরবি শব্দসমূহ নিভূলভাবে বলা ও লেখার নিয়ম জানা।
علم الصرف এর আলোচ্য বিষয়: আরবি ভাষার শব্দসমূহ।
علم الصرف নাম করণের কারণ: صرف শব্দের অর্থ ঘুরানো, ফিরানো, রূপান্তর করা। যেহেতু এর মধ্যে আরবি শব্দ রূপান্তর করার নিয়ম আলোচনা করা হয়,
তাই তাকে علم الصرف বলে নাম করণ করা হয়েছে।
Report incorrect information