Category:যাকাত
মহান আল্লাহর নেয়ামতরাজি অসংখ্য-অগণিত, যা গুনে কখনো শেষ করা যাবে না। সেদিকে ইংগিত করেই মহান আল্লাহ বলেন,
﴿وَ اِنْ تَعُدُّوْا نِعْمَتَ اللهِ لَا تُحْصُوْهَا ؕ اِنَّ الْاِنْسَانَ لَظَلُوْمٌ کَفَّارٌ﴾
“তোমরা আল্লাহর নেয়ামত-অনুগ্রহ শুনলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না।” (সূরা : ১৪; ইবরাহীম : ৩৪)
মহান আল্লাহর সেসব নেয়ামত রাজির অন্যতম হলোÑধন-সম্পদ-রিযিক। গোটা সৃষ্টিকুল এনেয়ামতের ওপর নির্ভরশীল। আর নেয়ামত মহান আল্লাহ পরীক্ষাস্বরূপ দান করেছেন। এসব নেয়ামত মহান আল্লাহ পরীক্ষাস্বরূপ দান করেছেন। সৃষ্টি কি শুকরিয়া আদাল করে নাকি কুফুরী করে? এটা পরীক্ষা করে দেখাই মহান আল্লাহর উদ্দেশ্য। শুকরিয়ার প্রতিদান আর কুফুরীর পরিণাম সম্পূর্ণ বিপরীত। সেদিকে ইংগিত করেই মহান আল্লাহ বলেন,
﴿وَ اِذْ تَاَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَکَرْتُمْ لَاَزِیْدَنَّكُمْ وَلَئِنْ کَفَرْتُمْ اِنَّ عَذَابِیْ لَشَدِیْدٌ﴾
“তোমরা কৃতজ্ঞ হলে অবশ্যই আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দেবো আর অকৃতজ্ঞ হলে নিশ্চয় আমার শাস্তিা তো কঠোর।” (সূরা : ১৪; ইবরাহীম : ৭)
এ কথাটি সকলকে অবশ্যই মানতে হবে যে, গোটা সৃষ্টির রিযিকের একক নিয়ন্ত্রক একমাত্র মহান আল্লাহ। এ মর্মে মহান রায্যাক বলেন,
﴿وَکَاَیِّنْ مِنْ دَآبَّۃٍ لَّا تَحْمِلُ رِزْقَهَا ٭ۖ اَللهُ یَرْزُقُهَا وَ اِیَّاكُمْ ۫ۖ وَ هُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ﴾
“আর এমন কতো জীবজন্তু রয়েছে যারা নিজেদের রিযিক মজুদ রাখে না। আল্লাহই রিযিক দানকরেন তাদেরকে ও তোমাদেরকে; আর তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।” (সূরা : ২৯; আল্-আনকাবূত : ৬০)
﴿اِنَّ اللهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّۃِ الْمَتِیْنُ ﴾
“নিশ্চয় আল্লাহ তিনিই তো রিযিকদাতা, প্রবল শক্তিধর, পরাক্রমশালী।” (সূরা : ৫১; আয্-যারিয়াত : ৫৮)
Report incorrect information