লে খ কে র ক থা
লেখালেখি হতো অনেক। তবে তা জমিয়ে রেখে দেই। গল্প, কবিতা, নাটক
লিখে লিখে বইয়ের তাকে জমিয়ে রাখতাম। বলছিলাম বিশ্ববিদ্যালয় জীবন
ও তার পরের কথা। একসময় চলে এলো ফেসবুক। তারপর আমি মাঝে
মাঝে নানান পোস্ট-এ কবিতা, গল্প, ছোট করে নাটক লিখে পোস্ট দেই।
কঠিন তরল বায়বীয় এর মতো যদি জীবনের একটা ছক একে নেওয়া যেত
তাহলে হতো একরকম। তাতো হয় না তাইতো জীবনের যতো জল্পনা-
কল্পনা।
তাইতো জীবন নিয়ে যতো ভাবনা। সময় বয়ে চলে। দিন যায় মাস যায়।
যুগ আসে যুগ যায়। কিছু বিষয় রয়ে যায়। আসে নানা নতুন কিছু। নতুন
পুরাতন আর আগত ভবিষ্যতের বলা না বলায় আমাদের বাস। জীবনের নানা
আয়োজনে হই আমরা আবর্তিত। এই ভাবা আর ভাবনার জগত, ঋতু,
প্রকৃতি ও পরিবেশ, যুগ, কাল, সময়, সমসাময়িক নানা বিষয়, উৎসব, মেলা
এবং জীবনের নানাদিক নিয়ে কবিতা লিখলাম এবং লিখে যাচ্ছি। এইসব
লেখা অনেকেরই ভালো লেগেছে। এ থেকেই কিছু কবিতা নিয়েই 'যুগের
বয়ান' কাব্যগ্রন্থটি।
মেঘদূত প্রকাশনের খান আফিফা লুনা আপার সাথে এই বইটির প্রকাশনা
নিয়ে কথা বলি। পরবর্তীতে গ্রন্থটি প্রকাশে তার একান্ত প্রচেষ্টার জন্য তাকে
অনেক ধন্যবাদ।
মহান আল্লাহর সৃষ্টি এই জগতে কত কিছু রয়েছে আমাদের জানা আর
অজানাও অনেক। এই জানা অজানার নানা বিষয়ে যেনো অনেক জানতে
পারি এবং তা নিয়েও যেন লিখতে পারি আল্লাহ যেনো সেই তৌফিক দেন।
এই বই প্রকাশ করতে যারা অনুপ্রেরণা জুগিয়েছেন তাদের সবাইকে
কৃতজ্ঞতা জানাই এবং আগামীতে যেনো আরো লেখালেখি করতে পারি এই
অনুপ্রেরণা সবার কাছে আশা করি।
তৌহিদ আহমেদ
উত্তরা, ঢাকা।