শুধু মেধা দিয়ে নয়, কর্মগুণে একজন মানুষ বড় হয়ে ওঠে। কর্ম যার সাধনা তিনি পিছিয়ে থাকেন না, এগুতেই থাকেন অবিরাম।
রফিক সিকদার একজন পেশাধার প্রকৌশলী। এ পরিচয়ের বাইরে বড় পরিচয় তিনি নাট্যকার, কবি, প্রাবন্ধিক ও মিডিয়া ব্যক্তিত্ব। মননে সৃজনে সংবেদনশীল রফিক সিকদার চিন্তায়-চেতনায় অত্যন্ত সৎ এবং সততা ও নৈতিকতায় দায়বদ্ধ। মানবিকতায় আবিষ্ট ও মগ্নতায় সিদ্ধ একজন ধ্যানীর মতই মানুষ। মনটা পবিত্র সফেদ সলিলে ধোয়া।
আবার রুদ্র বৈশাখের মত তাঁর দ্রোহের প্রকাশ সুতীব্র। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে তিনি সোচ্চার। তিনি কবিতায় প্রেমিক, মানবিক ও বিদ্রোহী এক দুর্দান্ত পদাতিক। বৈষম্য ও শোষণের বিরুদ্ধে ধ্বনিত পংক্তিমালা নিজের ভেতরের শক্তিকে জাগায়। তাই তিনি খোলা তলোয়ার, শাণিত তার ধার। তবে সংযত এবং শালীন, অকারণে জ্বলে ওঠা তাঁর স্বভাব বিরোধী, তিনি শৃঙ্খলায় বিশ্বাসী।
Report incorrect information