Category:বিবিধ বিষয়ক প্রবন্ধ
এ গ্রন্থে লেখক সমাজের নানা অসঙ্গতিগুলো তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি সমাজের নানামূখী অবক্ষয় যেমন; বিবেক-বুদ্ধি বিবর্জিত হয়ে অন্যায়ে লিপ্ত হওয়া। সর্বক্ষেত্রে হিংসা, বিদ্বেষ, ঘৃনা, হানাহানি, ঘুষ, দুর্নীতিতে নিমর্জিত হয়ে সত্য ও ন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া। বিচারহীনতার সংষ্কৃতি চালু করা। অযোগ্যরা যোগ্যদের বঞ্চিত করে অন্যায়ভাবে নিজেদের উঁচ্চাসনে সমাসীন হওয়া। অনৈতিক ও নীতিজ্ঞান বিবর্জিত হয়ে সমাজে অপরাধ কর্মকান্ড পরিচালনা করা। এসব ব্যাধি হতে পরিত্রাণ না মিললে সমাজের অবক্ষয় অনিবার্য। সমাজের এ অবক্ষয় থেকে বাঁচার আত্মজিজ্ঞাসা ক’জনার আছে? সমাজ ও দেশের প্রতিটি মানুষের বিবেকবোধ জাগ্রত করে স্ব স্ব অবস্থান হতে অহর্নিশ আত্মজিজ্ঞাসার মাধ্যমে যদি উপলব্ধি জাগ্রত করা যায় তাহলে আগামীর বাংলাদেশ একটি বৈষম্যহীন কল্যাণরাষ্ট্রে পরিণত করা সম্ভব হবে। লেখক উক্ত বইয়ে সমাজের নানা অসঙ্গতির পাশাপাশি এ উপলব্ধি জাগিয়ে তোলার চেষ্টা করেছেন। আশা করি বইটি বৈষম্যহীন, সুবিচারপূর্ণ ও কল্যাণরাষ্ট্র গঠনে পাঠকের সহায়ক হবে।
Report incorrect information