শাহাবুদ্দীন নাগরী সাহিত্যের বিভিন্ন মাধ্যমে লেখালেখি করেন। ছোটোগল্প তাঁর অন্যতম প্রিয় বিষয়। নিজস্ব গদ্যভাষায় কাহিনি নির্মাণ করেন তিনি। নিয়মিত ছোটোগল্প লিখে এদেশের কথাসাহিত্যে নিজস্ব অবস্থান তিনি তৈরি করে নিয়েছেন। কবি এসেছিলেন তাঁর ছোটোগল্পের বই, যা এবার প্রকাশ হলো। তাঁর আরও কিছু গল্পের মতো এ বইয়ের গল্পেও রয়েছে অতিবাস্তবতার কল্পজগৎ, যা পাঠককে চমৎকারিত্বে ভাবিয়ে তুলবে। অদ্ভুত রহস্য ছুঁয়ে যেতে পারে কারও কারও মনে। বইয়ের ৫টি গল্প ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে লেখা, ফলে লেখকের সাম্প্রতিক মুন্সিয়ানা পাঠক উপলব্ধি করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। প্রকৃত ছোটোগল্পের সব দাবি তিনি পূরণ করেছেন গল্পগুলোতে, পাঠকও ঢুকে পড়বেন গল্পগুলোর অন্তর্নিহিত রসাস্বাদনে। ২০২৫-এর অমর একুশে গ্রন্থমেলায় কবি এসেছিলেন পাঠকের জন্য আমাদের একটি উল্লেখযোগ্য প্রকাশনা।
Report incorrect information