Category:অনুবাদ সায়েন্স ফিকশন
নিরিবিলিতে লেখার আশায় লিম্পনিতে এসেছি আমি। পরিচয় হলো ক্যাভরের সঙ্গে। ক্যাভর বিজ্ঞানী। লিম্পনিতে গবেষণাগার খুলে, অদ্ভুত এক পদার্থ আবিষ্কারের নেশায় বুঁদ হয়ে আছে সে। কিন্তু কী সেই পদার্থ? ক্যাভরের কাছে বিস্তারিত শুনে মুগ্ধ হয়ে গেলাম। ভিড়ে গেলাম ক্যাভরের দলে। কিন্তু তখনও জানি না, কী ভীষণ দুর্ভোগ আছে আমাদের কপালে।
তার আবিষ্কৃত গোলকে চড়ে পৌঁছে গেলাম চাঁদের দেশে। চাঁদের মাটিতে পা দিতে না দিতেই ধরা পড়ে গেলাম সেলেনাইটদের (চন্দ্রমানব) খপ্পরে।
আমাদের আক্রমণ করল তারা।
পালাবার পথ নেই।
এখন উপায়?
এইচ. জি. ওয়েলস-এর একটি শ্বাসরুদ্ধকর কল্পবিজ্ঞান কাহিনি।
Report incorrect information