স্বাধীন বনাম পরাধীন।
দেশ টা নাকি স্বাধীন আমার-
করেছে শহিদ গাজী,
দিয়েছে আবার কাছে তাহার-
সব ক'টা যে পাজী।
স্বাধীন হয়েও পরাধীন আবার-
আমার বাংলা ভূমি,
কাজ কর্ম দেখলে তাহার-
বড্ড আসে বমি।
সত্য কথা যায়না বলা-
চেপে ধরে আমার গলা,
তাইতো সবার পথচলা হয়-
কিছু বলা আর না বলা।
কেউ যে, আবার চেচায় বেজায়-
হুঁট করে যায় জেলে,
প্রতিবাদীকেউ তারাই সাজায়-
হাত কড়া দেয় ঝুলে।
মাহফিলগুলো আজ পুতুল খেলায়-
পরিনত করেছে তারা,
ছল্লি ওয়াসাল্লিম বলা না বলায়-
কন্ঠ চেপে ধরে যারা,
মুসলিম নয় (মুনাফিক) জালেম ওরায়-
চিনতে কিসের বাধা?
স্বাধীন নামে পরাধিনতার আর্তচিৎকার-
শুনেছি আমি খুব,
মুসলিম নামে শয়তানগুলোর -
দেখেছি বহু রূপ।
স্পষ্ট চেহারায় চিনতে পেরেছি-
জানতে পেরেছি তথ্য আরো,
কোরআন প্রেমীরা তৈরী হয়ে-
সব ক'টাকে ধরো।
আমাদেরকে যে জঙ্গি বলে,
জানেনা যে তারা জঙ্গ সেটা কি?
আসবো এবার রনাঙ্গণে-
দেখাবো মোরা আছল মে কি।
স্বাধীন নামে পরাধিনতায়-
ঘেন্না ধরে গেছে,
গাজীর বেশে ফিরবো না হয়-
জান্নাতী সাজ সেঝে।
হক্ব বাতিলের তফাৎ করতে-
আসছি রনাঙ্গণে,
খোদার নছর এক কাধে আর-
সঙ্গে কোরআন নিয়ে।
তাকবীর বলে স্বাধীন জয়ী-
আসবে সেদিন শোন্
হাতের আঙুলে আর ক'টা দিন-
হিসেব করে গুন্।
বিজয়ের ধ্বনি উত্তাল স্বরে-
বাজবে সেদিন, নারায়ে তাকবীর ,
ভন্ড, জালিম, শোষক, শাষক পালাবে-
শুনে আল্লাহু আকবার,
সেদিন থেকে বলতে হবে না-
কাদিয়ানীরা কাফের,
পূর্বের গদি পুড়বে সেদিন-
লাকড়ি হবি জাহানামের।
তাই
আজকে থেকেই বলছি মোরা,
সকল বিধান বাতিল কর্
সন্যাসী ছেড়ে সুন্নাহ ধরো-
অহির বিধান কায়েম কর ।