বইটি বিদেশি সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করতে ৩০-৪০ দিন সময় লাগবে।
৭ অক্টোবর, ২০২৩ ইজরায়েলে হামাস হামলার পরেই, ইজরায়েল পুরাদস্তুর ভয়ংকর এক যুদ্ধ শুরু করে। হাজার হাজার নারী ও শিশু নিহত হতে থাকে। অমানবিক এই যুদ্ধ থামাতে একে একে বিশ্বের অনেক দেশের সরকার এবং সব দেশের কোটি কোটি মানুষ সোচ্চার হলেও মোদির ভারত উলটো পথে হাঁটল। ভারত ছিল প্যালেস্তাইনের স্বাধীনতার পক্ষে আর প্যালেস্তাইনে উপনিবেশ শাসন চালানো ইজরায়েলের বিরুদ্ধে। সঙ্ঘ এবং বিজেপি-র আইটি সেল প্যালেস্তাইনের মুক্তি সংগ্রামকে অনুহ্য রেখে হামাস হানাকে মুসলিম বিদ্বেষের হাতিয়ার করে নিঃশব্দে মিথ্যাচার ও ঘৃণা ছড়াতে শুরু করে। এর লক্ষ্য ভারতে হিন্দুদের মধ্যে মুসলিম বিদ্বেষ তীব্র করা। যা তাদের দ্বিবিধ লাভ দিতে পারে দেশের স্বাধীন বিদেশনীতি বদলিয়ে মার্কিন-ইজরায়েল জোটসঙ্গী হয়ে পড়া বৈধতা পাবে এবং ভারতে হিন্দুদের মধ্যে মুসলিম বিদ্বেষ তীব্র করা যাবে। বহু মানুষ এই ঘৃণা প্রচারে বিভ্রান্ত হচ্ছেন। প্রকৃত সত্য, ইতিহাসকে তুলে ধরা জরুরী বলে মনে হওয়ায় এই বই প্রকাশ করল দেশহিতৈষী। লেখক পলাশ দাশ, দেশহিতৈষী সাপ্তাহিক পত্রিকার সম্পাদক।
Report incorrect information