Al সম্পর্কে খুব সহজে, সাধারণ ধারণা যাতে গড়ে তোলা যায়, সেই লক্ষ্য নিয়ে সুলেখিকা, বিশিষ্ট প্রযুক্তিবিদ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েদ এন্ড ইঞ্জিনিয়ারিং-এর অধ্যাপিকা ড. নন্দিনী মুখোপাধ্যায় এই পুস্তিকাটি রচনা করেছেন। AI-এর উদ্ভব থেকে বর্তমান অগ্রগতি, সম্ভাবনা ও বিপদের দিক ড. মুখোপাধ্যায় যথেষ্ট মুন্সিয়ানার সাথে অত্যন্ত সহজবোধ্য ভাষায় তুলে ধরেছেন। ড. মুখোপাধ্যায় একজন সিনিয়র অধ্যাপিকা। বহু ছাত্র-ছাত্রী ওনার কাছে গবেষণার কাজ করেছেন ও করছেন। যে কোন সাধারণ মানুষের বোধগম্য হবে এই বিশ্লেষণধর্মী রচনা। বর্তমান সময়ের অতি প্রয়োজনীয় এই বই। সময়ের চাহিল মেটানোর ক্ষেত্রে এই বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। প্রযুক্তির আবিষ্কার দুনিয়াটাকে দ্রুত বদলে দিচ্ছে। আগামী দিনে যেসব নতুন প্রযুক্তি তৈরি হবে তার জন্য পৃথিবী জুড়ে গবেষণা চলছে। চালক ছাড়া স্বিয়ংক্রিয় গাড়ি, বাজার থেকে কেনাকাটি করে বাড়িতে পৌঁছে দেবার জন্য স্বয়ংক্রিয় রোবট এসব এখন আর গল্পকথা নয়, বাস্তব সত্য। এখন সর্বত্র চর্চা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা সংক্ষেপে এ আই নিয়ে। আমাদের জীবনধারাকে কতদূর বদলে দিতে সক্ষম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এর ফলে ব্যাপক কর্মচ্যুতির আশঙ্কা কি বাস্তবিক। মানুষের সৃষ্টিশীল ক্ষমতাকে কি ছাপিয়ে যেতে পারবে এই নতুন প্রযুক্তি? আমাদের এই স্বাভাবিক কৌতূহলকে অত্যন্ত সহজ ভাষায় উপস্থিত করেছেন লেখিকা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে প্রাথমিক ধারণা পেতে এ বই অপরিহার্য।