Category:রহস্য ও গোয়েন্দা
কলেজ থেকে ফেরার পথে প্র্যাক্টিক্যাল খাতা কিনতে স্টেশনারিতে যায় চারু। দোকানের এক কর্ণারে থাকা শেলফের ঠিক উপর ভাগে চোখ আটকে যায় তার। "তোহফা" নামটা বড্ড টানে তাকে। বইটি যেন এক অলৌকিক সম্মোহনীয় দৃষ্টি ফেলছে তার প্রতি। এক অসহনীয় মোহমায়ায় পড়ে যায় সে। নিজেকে আর ধরে রাখতে পারে না । খাতা না কিনে বইটি আষ্টেপৃষ্টে বুকে জড়িয়ে পা বাড়ায় বাড়ির পথে।
টলমল পায়ে তোহফার সামনে এসে দাঁড়ায় অভ্র। চোখ-মুখে এক অদ্ভুত হাহাকার ভার। ভেতরে ভেতরে ঝড় উঠলেও বাহিরটা যেন নীরব, নিস্তব্ধ! আসলে কীই-বা বলার আছে তার? বোধহয় পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজের একটি হলো কাউকে বুঝিয়ে বলা যে তাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি।
বারবার গুমড়ে উঠছে চারু। এ নির্মম সত্য প্রকাশ না হলে কী এমন ক্ষতি হত? সেই ছোট্ট থেকে যাকে "মা" বলে জেনে এসেছে সে কী আদৌ তার মা না? নাকি পুরো পরিবার সমেত মাটি চাপা দেয়া হচ্ছে অন্য কোন রহস্য? কোন সত্য লুকিয়ে আছে চারুর জন্ম ঘিরে?
এই, ওয়েইট! চারু? চারুটা আবার কে? তোহফা-অভ্র মিলনমেলায় চারু কোথেকে এলো?
হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জীবনসায়াহ্নে । বিংশ শতাব্দীতে এসেও সমাজের নানা জটিলতায় আটকে আছে এই তোহফা। গল্পের প্রতিটি ভাঁজে ভাঁজে তোহফা আপনাকে পৌঁছে দেবে সমাজের জটিলতম অধ্যায়ে! আপনি প্রস্তুত তো?
Report incorrect information