কবি এনামূল হক পলাশ অনুবাদ করেছেন সেইসব কবিতা যা নারীদের একান্ত নিজের, নিজ সমাজের, পৃথিবীর সমস্ত নারীদের। পৃথিবীর দেশে দেশেই আদিবাসীরা প্রান্তিক, অনেকেই বিলুপ্ত, অস্তিত্ব সংকটে আছে। নারী যদি হয় সে জনগোষ্ঠীর সে তো আরও প্রান্তিক। সেসব মানুষের প্রতিনিধি হয়ে কলম ধরেছেন যাঁরা, তাঁদের কবিতাগুলো বাছাই করেছেন কবি এনামূল হক পলাশ।
নারীর দেহ মনকে ঘিরে সমাজ, সমাজ বাস্তবতার রূঢ় অভিঘাত, সাংসারিক কাজ, নারীর চারপাশ, তার মনস্তত্ত্ব নিয়ে কবিতাগুলো। নারীত্ব আর নিজের পরম্পরা আদিবাসী গণ্ডি ছেড়ে বেরিয়ে এসেও লিখেছেন তাঁরা সমাজের বৃহত্তর পরিসর, রাজনীতি, প্রকৃতি, জলবায়ুসহ বৈশ্বিক বহু বিষয় নিয়ে। এ বইয়ে যেসব কবিতা অনূদিত হয়েছে সেগুলোর উপমা, শিল্পের গাম্ভীর্য, মূল ভাব, দৃশ্যপট ও অন্যান্য বিষয় ঠিক রেখেই অনুবাদ করা হয়েছে। তাই অনূদিত আদিবাসী কবিদের কবিতাগুলো পড়ে পাঠক ভিন্ন ভিন্ন দেশের কাব্যসূধায় যেমন বিভোর হবেন তেমনি সেসব দেশের প্রকৃতি, সমাজ, নারীজীবন, এমনকি বৈশ্বিক আবহ সম্পর্কেও জানতে পারবেন।
- পূরবী সম্মানিত
Report incorrect information