Category:সমকালীন গল্প
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
সমাজ বদলে ফেলার স্বপ্নে বিভোর মানুষেরা, বাস্তবতার সামনে স্বপ্ন ভেঙে অন্যের উপর দায়িত্ব চাপাতে চায়। এভাবে সমাজ বদল করা তো দূর আকাশের নক্ষত্র , পশু রুপি কিছু মানুষের পশুত্ব থেকেও একটা নারীকে বাঁচাতে গিয়েও এসব স্বপ্নে বিভোর থাকা মানুষেরা যেন কাপুরুষ নামক নতুন প্রজাতির পশুতে পরিণত হয়।
এভাবেই সমাজের মানুষ তাদের মনুষত্ব হারিয়ে যেন এক এক জানোয়ারে পরিণত হচ্ছে। সমাজ ভরে যাচ্ছে হিংস্র পশুতে। এভাবে গোটা সমাজটা যেন পরিণত হচ্ছে বিশাল এক চিড়িয়াখানায়।
কিন্তু এই চিড়িয়াখানাতেও কিছু বাঘিনী রুপি নারীরা সব হিংস্রতাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রত্যয়ী।সাফল্য ব্যর্থতা, হারজিত, নিয়ে তারা চিন্তিত না। বাঘিনী রূপে নারীরা জানে শুধু চেষ্টা তাদের করতে হবেই সব বাধা দূর করে সামনে
Report incorrect information