Category:পশ্চিমবঙ্গের বই: রহস্য ও গোয়েন্দা
বইটি বিদেশি সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করতে ৩০-৪০ দিন সময় লাগবে।
গড়খালের সান্যাল বাড়িতে এবার দুর্গা পুজোর একশো বছর পূর্ণ হবে। তাই পরিবারের সকলেই ঠিক করেছে একসাথে পুজো কাটাবে। হইচই আনন্দ খাওয়াদাওয়ার মধ্যে দিয়ে কাটাবে পাঁচটা দিন। কিন্তু সেইমতো সবকিছু চললেও শেষ রক্ষা হল না। দশমীর দিন খুন হল সান্যাল বাড়ির বড়ো জামাই মধুসূদন। কিন্তু কেন? কী কারণে খুন হতে হল তাকে? উত্তর খুঁজতে এসে সিআইডির অবসরপ্রাপ্ত ডেপুটি কমিশনার অফ ডিটেক্টিভ ডিপার্টমেন্ট সত্যব্রত রায়চৌধুরী দেখলো বাড়ির অনেকজনের কাছেই আছে খুনের মোটিভ। তাই গড়খালের থানাকে সাথেই নিয়ে একটু একটু করে এগোতে শুরু করল সত্যব্রত। কিন্তু তাও কি খুনী ধরা পড়বে? নাকি বেনিফিট অব ডাউটে সে সবার চোখে ধুলো দিয়ে বেরিয়ে যেতে পারবে। উত্তরটা পেতে হলে পড়তে হবে 'কে সেই হত্যাকারী'। আশাকরি বইটা পড়ে আপনারা নিরাশ হবেন না।
Report incorrect information