বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত বরগুনা ইতিহাস ও ঐতিহ্যে অত্যন্ত সমৃদ্ধ একটি জেলা। প্রলয়ংকরী ঝড়-জলোচ্ছ্বাসেরও জেলা এই বরগুনা। অথচ একটা সময় ছিল যখন বরগুনাকে মানুষ চিনতো না। 'বরিশালের দক্ষিণা' বলা হতো বরগুনার মানুষকে। সেই বরগুনার মানুষ নানা চড়াই-উৎরাই পেরিয়ে, সীমাবদ্ধতা-প্রতিবন্ধকতাকে মোকাবেলা করে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে কয়েক শ বছর ধরে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি বরগুনার এই ইতিহাস-ঐতিহ্য নিয়ে লেখা কোনো বই আমি এর আগে পাইনি। সেই অপূর্ণতাকে দূর করতেই নিজ উদ্যোগে এগিয়ে এসেছেন বরগুনার প্রথিতযশা সাংবাদিক রেজাউল ইসলাম টিটু। রচনা করেছেন একটি তথ্যবহুল গ্রন্থ। যে গ্রন্থের দুই মলাটের ভেতরে তিনি তুলে এনেছেন- বরগুনাকে প্রতিষ্ঠার জন্য এ জেলার মানুষদের অবদান, জেলার ইতিহাস-ঐতিহ্য, তুলে এনেছেন গুরুত্বপূর্ণ স্কুল-কলেজ আর সংগঠনগুলোর প্রতিষ্ঠার ইতিহাস কিংবা জেলার পর্যটন নিয়ে জানা-অজানা অনেক তথ্যই। মোটকথা, গ্রন্থটিতে সামগ্রিকভাবে জেলার গুরুত্বপূর্ণ প্রায় সব তথ্যই তুলে এনেছেন তিনি।
এমন একটি তথ্যবহুল গ্রন্থ প্রকাশে উদ্যোগী হওয়ায় সাংবাদিক রেজাউল ইসলাম টিটুকে আমি আন্তরিক অভিনন্দন এবং সাধুবাদ জানাই। আমি মনে করি, বরগুনার পাশাপাশি অন্য জেলার মানুষদের কাছেও এই গ্রন্থটি অনুসরণীয় হয়ে থাকবে। তারা এই গ্রন্থ পাঠের মাধ্যমে তাদের জেলার ইতিহাস-ঐতিহ্যকে তুলে ধরতে আগ্রহী হবে।