মাইকেল প্যারেন্টি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আমেরিকান লেখক ও বক্তা; তিনি ইয়েল ইউনিভারসিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে ডক্টরেট ডিগ্রী লাভ করেন। দেশে ও বিদেশে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করলেও আমেরিকার মূলধারার বিরুদ্ধ মতাবলম্বন ও রাজনৈতিক তৎপরতার জন্য সত্তর দশকের পর থেকে কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ হারিয়েছেন। স্বাধীনভাবে লেখালেখি ও বক্তৃতাদানের মাধ্যমে তিনি বিশ্লেষণ ও অভিমত প্রদান করে থাকেন। বাংলাসহ আফ্রো-এশীয় ও ইউরোপীয় ১৯টি ভাষায় তাঁর গ্রন্থাদি অনূদিত হয়েছে। উল্লেখযোগ্য বই: দ্য ফেইস অব ইম্পেরিয়ালিজম (২০১১), গড অ্যান্ড হিজ ডেমনস (২০১০), কন্ট্রারেরি নোশনস: দ্য মাইকেল প্যারেন্টি রিডার (২০০৭), সুপারপ্যাট্রিওটিজম, পুলিৎজার পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়া দ্য অ্যাসাসিনেশন অব জুলিয়াস সিজার, দ্য টেররিজম ট্র্যাপ, টু কিল এ নেশন: দি অ্যাটাক অন যুগোশ্লাভিয়া, হিস্ট্রি অ্যাজ মিস্ট্রি, আমেরিকা বিসিজড, বø্যাক শার্টস অ্যান্ড রেডস: র্যাশনাল ফ্যাসিজম অ্যান্ড দি ওভারথ্রো অফ কমিউনিজম, ডেমোক্রেসি ফর দি ফিউ (৯টি সংস্করণ), ইনভেন্টিং রিয়ালিটি: দি পলিটিক্স অব নিউজ মিডিয়া, মেক-বিলিভ মিডিয়া: দি পলিটিক্স অফ এন্টারটেইনমেন্ট, ল্যান্ড অফ আইডলস: পলিটিক্যাল মিথোলজি ইন আমেরিকা, দ্য কালচার স্ট্রাগল। সাধারণ পাঠক ও পন্তডি, উভয়ের কাছেই সমাদৃত তাঁর বইগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় ।