মৃত্যু-পরবর্তী জীবনকে ইসলামের পরিভাষায় আখিরাত বলা হয়। আখিরাতের বিশ্বাস ইসলামী জীবন দর্শনের অন্যতম মৌল বিষয়। এতে বিশ্বাস না থাকলে মুসলিম হওয়া যায় না। আখিরাতে বিশ্বাস বলতে বোঝায়, এ দুনিয়ার জীবন মানুষের জন্য শেষ নয়, পৃথিবীর জীবনের কর্মফল বা প্রতিদান ভোগ করার জন্য পরকালের জীবন রয়েছে যা হবে অনন্তকাল, এ জীবনের কোনো শেষ নেই। পরকালীন জীবনের মুক্তি ও সফলতা নির্ভর করে পৃথিবীর জীবনে ঈমান ও সৎকর্মের উপর। পার্থিব জীবনে যার ঈমান যতো দৃঢ় হবে এবং যত বেশি সৎকাজ করবে, মৃত্যু পরবর্তী জীবনে সে ততো বেশি সুখ ও শান্তি লাভ করবে। আর যে যতো বেশি পাপাচারে লিপ্ত হবে সে ততো বেশি শাস্তি ও যন্ত্রণা ভোগ করবে।
এ বিষয়টি তথ্য, তত্ত্ব, উপাত্ত, যুক্তি, বিজ্ঞান ও কুরআন হাদীসের আলোকে অত্যন্ত সার্থকভাবে তুলে ধরেছেন ইসলামিক ফাউন্ডেশন-এর প্রকাশনা বিভাগের সাবেক পরিচালক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও লেখক জনাব এম. আবদুর রব তাঁর ‘আখিরাত মানুষের শেষ ঠিকানা’ শীর্ষক গ্রন্থটিতে।
পাশ্চাত্যের আবিষ্কৃত পুঁজিবাদ সমগ্র বিশ্বকে অপ্রতিরোধ্য গতিতে ভোগবাদের দিকে ধাবিত করছে যার ফলশ্রুতিতে চলছে বিশ্বব্যাপী সম্পদ বৃদ্ধির লাগামহীন প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতার মাঝে পড়ে নীতি ও নৈতিকতা হচ্ছে নিষ্পেষিত। আর নাস্তিক্যবাদ মানুষকে পরিণত করেছে জড়বস্তুতে, আত্মাকে করা হয়েছে অস্বীকার। দিনে দিনে মানুষ হারাচ্ছে তার মানবিক মূল্যবোধ। এই অরাজক অবস্থা ও নীতি-নৈতিকতা বিবর্জিত মানুষকে পতন থেকে রক্ষা করতে পারে কেবল আখিরাতে বিশ্বাস। আখিরাত সম্পর্কে মানব জাতিকে সচেতন করার উদ্দেশ্যে বইটি প্রকাশ করতে পেরে আমরা আনন্দ বোধ করছি।
আমাদের দৃঢ় বিশ্বাস বইটি সুধী পাঠক সমাজে ব্যাপকভাবে সমাদৃত হবে। আল্লাহ ত‘আলা আমাদের ভাল ভাল বই প্রকাশ করার তওফিক দিন। আমীন।