Category:জুলাই অভ্যুত্থান: কবিতা
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
এই জনতা সেই জনতা
দৈব নাকি দুর্বিপাক
নাকি বিধাতার অভিশাপ
ঘুরছি আমরা ঘুরব কত
অন্ধকারের আলেয়ায়?
গেল যারা আসলো কারা
আসবে আরও কতজন
আমজনতা টালমাতাল
বলতে এতো কিসের ভয়?
স্বৈরাচার আর দুরাচার
মিলেমিশে হয় একাকার!
জ্ঞানী গুণী সরল সহজ
আকাশ ছোঁয়া তারার আলো
দেশ ছাড়িয়ে বিশ^ জোড়া
নবীন প্রবীণ মিলে মিশে
দেশটা কি যায় না গড়া?
কপটতার নিয়ম কানুন
শাসন করার কূটকৌশল
চাপিয়ে দেওয়া শিকল বেড়ি
আমজনতা ভেঙে দিবে
শিকল বেঁধা লোহার আগল!
এই জনতা সেই জনতা
জাগরণের অভয় চিত্তে
স্বাধীন দেশের মুক্তি পাগল।
Report incorrect information