বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
শিপুন আখতার রচিত উপন্যাস ‘গোধূলি’ এক অনন্য জীবনচিত্র, যেখানে প্রেম, পরিবার এবং আত্ম-অন্বেষণের গল্প সুন্দরভাবে বুনন করা হয়েছে। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র গোধূলি, যার নামের মধ্যেই লুকিয়ে আছে জীবন সন্ধিক্ষণের ইঙ্গিত। বাবা-মায়ের স্নেহে বড় হওয়া গোধূলি প্রকৃতির সৌন্দর্য দেখে বেড়ে ওঠে, আর জীবনের নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে খুঁজে পায় নিজের অস্তিত্বের মানে।
গল্পের অন্যান্য চরিত্র—রাজীব রহমান, নম্রতা, পিয়াল, শর্মিলা, আরাফ, আকাশ, তৃষা—প্রত্যেকেই গোধূলির জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রথম প্রেমের রঙ জীবনে নতুন অনুভূতির সূচনা ঘটায়, কিন্তু পারিবারিক সিদ্ধান্ত কখনো কখনো জীবনের গতিপথ বদলে দেয়। প্রেমে প্রতারিত হয়ে গোধূলি নতুন করে বিশ্বাস ফিরে পেতে সময় নেয় এবং অবশেষে নিজের মতো করেই সিদ্ধান্ত নেয় জীবনের পথে এগিয়ে যাওয়ার।
উপন্যাসের আবহে বারবার ফিরে আসে প্রেম ও বিশ্বাসের টানাপোড়েন। জীবনের দরজায় প্রেম বারবার কড়া নাড়ে, আর বিশ্বাসের হাত ধরে এগিয়ে চলা গোধূলির পথ কখনো হঠাৎ থমকে দাঁড়ায়। এক টুকরো নীল রঙের ছোঁয়ায় নতুন স্বপ্ন দেখে সে, তবে জীবনকে নতুন করে রাঙাতে তাকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়।
‘গোধূলি’ উপন্যাসের নামকরণ অত্যন্ত তাৎপর্যময়, কারণ এটি শুধুমাত্র একটি চরিত্রের নাম নয়, বরং জীবনের আলো-ছায়ার এক প্রতিচ্ছবি। প্রেম, হারানো বিশ্বাস, পারিবারিক টানাপোড়েন ও আত্ম-উদ্ভাবনের এক অনবদ্য উপাখ্যান হয়ে ওঠে এই উপন্যাস, যা পাঠকের হৃদয়ে গভীর দাগ কাটবে।
Report incorrect information