বাংলা সংস্কৃতির পথরেখা বিনির্মাণের তিন পথিকৃতের জ্যেষ্ঠ হলেন ফকির লালন শাহ (১৭৭৪-১৮৯০ খ্রি.)। অন্য দুজন হলেন রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১ খ্রি.) ও কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬ খ্রি.)। এ তিন জনকে ব্যতিরেকে বাংলা সংস্কৃতি চিন্তা করা যায় না।
ফকির লালন শাহ তার গানের বাণীর ভেতর দিয়ে একটি সুসংবদ্ধ জীবন বিধানের নির্দেশনা দিয়েছেন। তাঁর গান এক গভীর দ্যোতনায় এই বিশ্বসংসার, মানবধর্ম, ঈশ্বর ও ইহলৌকিক-পারলৌকিকতা সম্পর্কে নতুন দৃষ্টি দিতে আমাদের
Report incorrect information