Category:অতিপ্রাকৃত ও ভৌতিক
শেষ বিকালে ইতালীয় ডাক্তার জোনাথন নিজের ছোট্টগ্রাম আরোন থেকে গাড়ি ড্রাইভিং করে শহরাভিমুখে কর্মস্থলে যাবার পথে সময় বাঁচাতে হাইওয়ে ছেড়ে সংক্ষিপ্ত জঙ্গলের পথটা বেঁছে নেয়। কিন্তু জঙ্গলে প্রবেশের পর থেকে একের পর এক ঘটতে থাকে নানা ভয়ঙ্কর ও রহস্যময় ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনাকাঙ্ক্ষিত জিঘাংসার শিকার হয়ে কাউন্ট অব আর্জেস রবার্ট গুঁইস্কার্ডোর স্ত্রী ক্রিশ্চিনা ও তার কন্যা লিডিয়ার প্রেতাত্মা ক্ষিপ্ত হয়ে রবার্ট লরেঞ্জোর পরিবারের উপর ভয়ানক প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে। তাদের প্রেতাত্মারা লরেঞ্জোর বংশে বেঁচে থাকা একমাত্র উত্তরাধিকারী ডাক্তার জোনাখনকে মেরে পরিবারকে নির্বংশ করতে চায়। জোনাথনের প্রেমিকা প্যারাসাইকোলোজিতে গ্রাজুয়েশন করা লিজা জোনাথনের পাশে এসে দাঁড়ায়। সে পৈশাচিক প্রেতাত্মাদের কবল থেকে জোনাথনকে বাঁচানোর মিশন শুরু করে। এতে উভয়ে একের পর এক জড়িয়ে পড়তে থাকে ভয়ানক সব বিপদের বেড়াজালে। এক সময় কাউন্ট অব আর্জেস প্যালেসের অন্ধকার গুহার গুপ্তকক্ষে প্রেতাত্মারা আটকে দেয় জোনাথন ও লিজাকে। দুপুর গড়িয়ে রাত নেমে এলেও তারা মুক্তির কোনো পথ দেখতে না পেয়ে লিজা ও জোনাথন মরিয়া হয়ে ওঠে। তারা কি আদৌ উদ্ধার পাবে সেই অভিশপ্ত গুপ্তগুহা থেকে, নাকি উভয়ে সেখানেই প্রেতাত্মাদের জিঘাংসার বলি হবে? সত্তর বছর আগে ডাক্তার জোনাথন পরিবারের সেই অতীত দিনগুলোর মারাত্মক সব ঘটনা নিয়ে দম আটকানো রহস্যঘেরা রক্তহীম করা কাহিনি বইটিতে তুলে ধরা হয়েছে। আশা করি বইটি সবাইকে আনন্দ দিতে সক্ষম।
Report incorrect information