Category:রহস্য ও গোয়েন্দা
ইতালির টাইরহেনিয়ান সাগরের বুক চিরে দাঁড়িয়ে থাকা দুই হাজার বছরের পুরানো ক্যাসেল থেকে নিশিরাতে আকস্মিক একাধিক মানুষের ভয়ার্ত চিৎকার এবং আর্তনাদ ভেসে আসে। সেই আর্তনাদ অনেক দূরে সাগরের বুকে ভাসমান ছোটো ছোটো মনুষ্যবাহী ও মাছধরা নৌকাগুলোতেও পৌছে যায়। ঘুম ভাঙিয়ে দেয় নৌকায় থাকা ঘুমন্ত মানুষগুলোকে। রাতের আধাঁরে ইসচিয়া দ্বীপের ভূতুড়ে আরাগোনিজ ক্যাসেলের মধ্যে এক ভয়ার্ত পরিবেশে তৈরি হয়। রাত গভীরের সাথে সাথে সেখানে কেমন যেনো এক ভিন্নরকম মানুষের প্রাণসঞ্চার ঘটে! নির্জন ক্যাসেলের মধ্যে এবং এর আশেপাশে শোঁ শোঁ ও ফিস্ফিসানি শব্দ বেড়ে যায়। এমন নিঝুম-নিস্তব্ধ নিশিরাতে আরাগোনিজ ক্যসেলের গতানুগতিক পরিবেশটা হঠাৎ করেই যেনো পাল্টে যায়, সবকিছুর ছন্দপতন ঘটে। বিগত কয়েক বছরে পরিত্যক্ত ক্যাসেলে আমেরিকার হলিউডের একদল ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজন, বৃটেনের এক ধনাঢ্য পরিবারের সদস্যরা এবং ইয়েল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক খুন হয়েছেন। কিন্তু কেন, কীভাবে এতো খুন, কী রহস্য লুকিয়ে আছে মার্ডার হাউস তা তদন্ত করতে ইতালির পুলিশের নিরাপত্তা বিভাগের দুর্ধর্ষ গোয়েন্দা স্যামুয়েলকে দায়িত্ব দেয়া হয়।
Report incorrect information