Category:বয়স যখন ১২-১৭: ম্যাগাজিন
সম্পাদকীয়
তোমাদের হাতেই গড়ে উঠবে আগামীর স্বপ্নের বাংলাদেশ
প্রিয় ছোট্ট বন্ধুরা,
তোমাদের সবাইকে জানাই ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এ দিনটিই সেই গৌরবের দিন, যে দিনটিতে আমাদের বীর বাঙালি বাংলাদেশের স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বীর শহিদদের আত্মত্যাগ, তাদের সাহস আর ভালোবাসায় আজ আমরা স্বাধীন।
তোমরা জানো তো, এই দেশটাকে সুন্দর আর সমৃদ্ধ করতে তোমাদেরই এগিয়ে আসতে হবে। তোমাদের স্বপ্ন, সৎ চরিত্র আর শিক্ষাই গড়ে তুলবে আগামীর বাংলাদেশ।
এসো, আমরা শপথ করি- সত্য, সাহস আর ভালোবাসার পথে চলবো। মুক্তিযোদ্ধাদের সেই চেতনা হৃদয়ে ধারণ করে আমরা হবো সৎ, মানবিক আর দেশের প্রতি দায়িত্ববান।
সারা মাস সংযমের পর আসে ঈদÑ আনন্দের, ভ্রাতৃত্বের আর মমতার উৎসব।
ঈদের দিনে নতুন জামা, সু¯স্বাদু সেমাই-পায়েস, মজার মজার খাবার আর প্রিয় মানুষদের সঙ্গে ভাগ করে নেওয়া খুশিই- এই উৎসবের আসল সৌন্দর্য।
কিন্তু মনে রাখবে, ঈদের আনন্দ সবার। তোমার পাশে যে বন্ধুটা হয়তো নতুন জামা পায়নি, তার হাতটা ধরবে। ঈদের খুশি ভাগাভাগি করলে আনন্দ আরও বেড়ে যায়!
তোমরা সবাই ভালো থাকবে, খেলা করবে, গল্প পড়বে আর স্বপ্ন দেখবে সুন্দর একটি বাংলাদেশ গড়ার।
ছোটদের পত্রিকা কানামাছি লেখক পরিবার সবসময় তোমাদের পাশে আছে। পড়াশোনা, খেলাধুলা আর সৃজনশীল কাজে তোমরা এগিয়ে চলো। এই দেশ তোমাদের জন্য, তোমাদের হাতেই গড়ে উঠবে আগামীর স্বপ্নের বাংলাদেশ।
Report incorrect information