কবিতার এক স্বতন্ত্র স্বর; ব্যক্তি-চেতনা,
'নগরজীবনের দ্বন্দ্ব, এবং অস্তিত্বের সংকট যেখানে মিলেমিশে একাকার। তাঁর প্রথম কবিতার বই 'নিচের ঠোট কামড়ে ধরে কাদতে নেই' (২০১৫) দিয়েই তিনি পাঠকদের মনে চিহ্ন রেখে গেছেন। এরপর ' 'প্রার্থনা ও প্রেমে শরিক রাখতে নেই' (২০১৬), 'প্রত্যেকেই পৃথক পৃথিবী' (২০১৯), এবং সর্বশেষ 'ছায়াবৃক্ষ হারিয়ে গেছে' (২০২৪) বইয়ের মাধ্যমে তা আরও গভীর ও সমৃদ্ধ হয়েছে। সেই ধারাবাহিকতায় ২০২৫-এ প্রকাশিত হলো তাঁর নতুন কবিতার বই 'নিয়ত নভেনা দিন'। এই বইয়ে তার কবিতার নির্মাণ আরও নিরীক্ষাধর্মী,
'আরও লিরিক্যাল; কালের কোলাহল যেখানে সাজানো থরে-বিথরে। কবিতাগুলোতে নিও-এক্সপ্রেশনিজমের ছায়া স্পষ্ট । সুররিয়াল 'ভাষার নির্মাণ, বিমূর্ত চিত্রকল্প, আর অন্তর্লীন
দার্শনিকতা মিলিয়ে গড়ে ওঠে যার মূল সুর। সময়, সৃতি ও যন্ত্রণার জটিল বিন্যাস আছে এতে, যা পাঠককে টেনে নেয় এক গভীর মনস্তাতিক যাত্রার দিকে। তাই রাব্বীর কবিতারা কেবল আত্মানুসন্ধানের নয়, বরং বিছুত সামষ্টিক অভিজ্ঞতারও এক দালিলিক রূপ।
Report incorrect information