Category:চলচ্চিত্র বিষয়ক প্রবন্ধ ও আলোচনা
দেশভাগ, সমূহ এক সর্বনাশের বয়ান। শ্রেষ্ঠাংশে সীমান্ত, কাঁটাতার। ভিটেমাটি ছেড়ে নিরাশ্রয় বাস্তুহারার মানবেতর জীবন। খিদের তাড়নায় রাস্তায় রাস্তায় নতুন উদ্বাস্তু পরিচয়ের সঙ্গে বোঝাপড়া। কূটকৌশলের রাজনীতিতে স্মৃতি, সংগ্রামের বসতি ছেড়ে যাওয়ার বেদনা ও বিলাপ। পেছনে ফেলে আসা নদী, মাঠ-ঘাট, আশৈশব হেঁটে যাওয়া চেনা পথ-প্রান্তর। শিল্পের বহুমুখী প্রকাশে উঠে এসেছে রূঢ়, বেদনার এ বাস্তব। চলচ্চিত্রেও আকর অনন্য এক দলিল হয়ে এসেছে, দেশভাগ। চণ্ডী মুখোপাধ্যায়ের কলমের ঠাঁই নিয়েছে ভাগের দেশের সিনেমা নিয়ে প্রশ্নের কৌতূহলী চলন, তাত্ত্বিক জিজ্ঞাসা এবং অজস্র দেশভাগ সংক্রান্ত সিনেমার বিবরণ। শেষ অবধি এই গ্রন্থ, চলচ্চিত্রে ভাগের দেশের যন্ত্রণার এক মানবিক দলিলের। যা শুধু চলচ্চিত্রাগ্রহী নয়, যেকোনো সমাজ সচেতন ব্যক্তির অবশ্যপাঠ্য এই গ্রন্থ।
Report incorrect information