দেশে প্রায় সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ চালু আছে।
বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোতেও পর্যায়ক্রমে চালু হচ্ছে সাংবাদিকতা বিষয়টি। ট্রেনিং ইনস্টিটিউটগুলো টেলিভিশন সাংবাদিকতা বিষয়ে দীর্ঘ ও স্বল্প মেয়াদি কোর্স পরিচালনা করছে। এর অন্যতম প্রধান কারণ টেলিভিশন সাংবাদিকতার প্রতি তরুণদের অত্যাধিক আগ্রহ। দিনে দিনে বাংলাদেশে টেলিভিশনের সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে দক্ষ ও প্রশিক্ষিত কর্মীর চাহিদাও। আর সেই চাহিদা পূরণ করতে টেলিভিশন সাংবাদিকতা বিষয়ে আগ্রহী হচ্ছে শিক্ষার্থীরা।
টিভি স্টেশনগুলোতে দৈনন্দিন কাজে সাধারণ শব্দের পাশাপাশি বিভিন্ন বিশেষায়িত শব্দ ব্যবহার করা হয়। টিভি স্টেশনে কর্মরত সাংবাদিক, মিডিয়াকর্মী সহ সংশ্লিষ্টরা স্ব-স্ব কাজ করতে গিয়ে প্রতিনিয়ত বিভিন্ন ধরণের শব্দ ও পরিভাষার সাথে পরিচিত হন। এই শব্দাবলির অনেকগুলোই তাদের তাৎক্ষণিক জানা থাকে না। টিভি সাংবাদিকতা সম্পর্কিত কারিগরি ও পরিভাষাগত শব্দকোষ নিয়ে একটি গ্রন্থ রচনা ছিল সময়ের দাবী।
টিভি মিডিয়ায় নিত্য ব্যবহৃত শব্দকোষ ও পরিভাষা নিয়ে সিনিয়র সাংবাদিক ও টিভি ব্যক্তিত্ব কাজী
রহিম শাহরিয়ার রচিত 'টেলিভিশন সাংবাদিকতার পরিভাষা' বইটি টিভি মিডিয়ায় কর্মরত সাংবাদিক, মিডিয়াকর্মী ও শিক্ষার্থীসহ যে কোনো পাঠককে টিভি সাংবাদিকতা সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দেবে ব'লে আশা করা যায়। বইটি তাদের জন্য একটি তথ্যভাণ্ডার হিসেবে বিবেচিত হতে পারে। টিভি সাংবাদিকতার পরিভাষা নিয়ে রচিত এই বইটি প্রয়োজনের নিরিখে ভবিষ্যতে আরো সংশোধন, সংযোজন ও পরিমার্জনের প্রত্যাশা রইলো।