"প্রচলিত কু প্রথা" বইয়ের ভূমিকার অংশ থেকে নেয়া:
প্রকাশনা জগতে দ্বীনের খিদমতে, মরহুম হাবীব সাহেবের যেই অনন্য অবদান, হয়তাে এই পুস্তকটিই ছিল তাহার সর্বশেষ নিবেদন। তাই রাহমানুর রাহীমের দরবারে আবেদন—ইহার বিনিময়ে তাহার আখেরাতের জীবনকে তিনি যেন করিয়া তােলেন আরাে প্রশান্তিময়। আমীন।