১. আসসালামু আলাইকুম, আমি একজন মিডটার্ম পরীক্ষার্থী। আপনার রোগ নিয়ে আপনার সাথে কথা বলব।
২. আপনি কি আপনার রোগের নাম জানেন?
৩. আপনার এই স্বাভাবিক ইসিজি আপনার হার্টের যে সমস্যা সেটি বাদ দেওয়া যায় না। আপনার উপসর্গ গুলো হার্ট ব্লকের দিকেই ইঙ্গিত করছে। এটি অনেকদিন থাকার কারনে Chronic Stable angina রূপে প্রকাশ পায়।
৪. আপনার এই রোগটি দীর্ঘ মেয়াদি। এই রোগের চিকিৎসা আছে তবে রোগটি পুরোপুরি নির্মূল হয় না। নিয়মিত ঔষুধ খাওয়া ও কিছু নিয়ম মেনে চলার মাধ্যমে আপনি পুরাপুরি সুস্থ থাকতে পারবেন।
৫. আপনার এই সমস্যার জন্য আপনাকে একটি পরীক্ষা করতে হবে। পরীক্ষার নাম ইটিটি। যদি কোন সমস্যা না থাকে তাহলে-
যদি ইটিটি উচ্চ ঝুঁকি নির্দেশ করে বা যদি এনজিনা চিকিৎসায় সাড়া না দেয় তাহলে করোনারি এনজিওগ্রাফি নামক পরীক্ষাটিও করতে হবে।
যদি ইটিটি নিম্নঝুঁকি নির্দেশ করে তাহলে ঔষধ সেবন অথবা মেডিকেল থেরাপির সাথে জীবন ব্যবস্থাপনার পরিবর্তন করতে হবে।
৬. এই রোগের ঝুঁকির কারণের জন্য: রক্তে শর্করা এবং চর্বির পরীক্ষা করতে হবে।
৭. জীবন ব্যবস্থাপনার পরিবর্তনের মধ্যে-
ধূমপান বন্ধ করতে হবে।
প্রতিদিন শারীরিক ব্যায়াম করতে হবে।
খাদ্য তালিকার পরিবর্তন করতে হবে।
ওজন নিয়ন্ত্রনে রাখতে হবে।
রক্তে চর্বির পরিমান নিয়ন্ত্রনে রাখতে হবে।
উচ্চরক্তচাপ থাকলে নিয়ন্ত্রনে রাখতে হবে।
৮. আশা করি আমার সব কথা বঝুতে পেরেছেন।
৯. আপনার আর কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন। আপনার কি কোন প্রশ্ন আছে?
১০. আমন্ত্রণমূলক প্রশ্ন: যদি ETT নেতিবাচক হয় তাহলে কি করতে হবে: নেতিবাচক ETT IHD বাদ দেয় না। IHD রোগীর নির্দিষ্ট লক্ষণ থাকলে এনজিওগ্রাফি করতে হবে।
১১. Eye to eye contact always
১২. আমাকে এতক্ষণ সহযোগিতা করার জন্য ধন্যবাদ, আমি আপনার সুস্বাস্থ্য কামনা করছি।