"দরুদ ও সালামের পর" এগুলো এমন হাদিস যেগুলোকে আমি (শক্তিশালী) নির্ভরযোগ্য সূত্র থেকে একত্রিত করেছি এবং পরিচ্ছেদসমূহের সাথে সম্পৃক্ত করে মওকুফ (হাদীস সমূহের সাথে) বিভিন্ন সনদ বিশিষ্ট কিতাবাদী থেকে কুড়িয়ে নিয়েছি।
ইমাম আবু হানিফা রহ. এর মাসায়িল, বিধিবিধান এর হাদিসসমূহের মধ্যে সংরক্ষিত করেছি।
যাতে করে হানাফি হাদিসের অন্বেষনকারীদের নিকট প্রমান বা দলীল হয়ে যায় ফকিহুল উম্মত-এর তথা ইমাম আবু হানিফা (রা.) এর মাযহাব সঠিক হওয়ার বিষয়ে এবং তাদের অন্তরের জন্য প্রশান্তি লাভ হয়ে যায় উলামায়ে কেরামের মধ্যবর্তী ইখতেলাফের জায়গায়। আলোচ্য বিষয় বা সংকলিত বই প্রশস্ত অনুকুলের, উর্ধ্বতম দক্ষতার এবং ভাল কাজের দিকে।
সুতরাং আমি আল্লাহ তা'য়ালার অনুগ্রহ এবং তাঁর সাহায্য ও শক্তির দ্বারা বরকত অর্জনের উদ্দেশ্যে এবং তালিবুল ইলমদের খেদমতের জন্য সামনে অগ্রসর হয়েছি। আল্লাহ পাকের কাছে আবেদন করছি, তিনি যেন এই কিতাব দ্বারা লেখক এবং তালিবুল ইলমদের উপকার পৌঁছান।
আমি তার নাম রেখেছি-
الْمَجْمُوعَةُ النَّافِعَةُ مِنْ مُسْتَلَاتِ الْفِقْهِ مِنَ الْأَحَادِيثِ النَّبَوِيَّةِ তাঁর সাথির উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। আমীন।
বইটির বাংলা অনুবাদ প্রকাশিত হয়েছে আল ইখলাছ পাবলিকেশন থেকে, হানাফি মাজহাব এর হাদিস ভিত্তিক দলিল "আদিল্লাতুল হানাফি"
আশা করি ইলম অন্বেষণ কারিদের জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে ইনশাআল্লাহ