আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
অবশিষ্ট বিভীষিকাময় শব্দের মতন
এইসব কবিতা-সাকিরা পারভীনের।
অন্তরঙ্গ ধুনে পাতার উইন্ড চাইম বেজে
উঠে কোনও সজিনাগ্রামের দিকে চলে যায়।
বারান্দার গলিতে একটি তাজা কচ্ছপ ঘুরে
বেড়াচ্ছে। আন্দালুসিয়ার 'কুত্তা' ঘেউ দিল
এই।
সা থেকে নি
নি থেকে কোমল ধা-র মীড়ে।
এমন কি ভাত ভালো না বেসে এডভার্ড মুঙ্কের 'স্ক্রিম' চোখ মটকায়—
গ্রামের নদীটাকে একটা দামি কনডমের ভেতর ঢুকিয়ে
স্টিল লাইফ আঁকতে বসেছেন ভ্যান গগ
ধা পা মা সা রে গা
দহন টহন।
ছিলো হয়ত। দুধসাদা ডিমের বান্ডিল বা জ্যাকসন পোলক
দেখার জন্য একটি পাতাই যথেষ্ট।
অচিন উঁহু-র ভাব বিস্তার হোক ন্যুড সাদা
দেয়ালসমূহে এখন।
Report incorrect information