আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
১.
এই যে বাবু,
জড়িয়ে ধরো মাকে।
এই যে ছোট বাবু,
দেখ তোমার জগৎটা।
২.
বন দেখ।
গাছগুলো দেখ।
তুমি কি প্রজাপতি দেখতে পাও?
তুমি কি মৌমাছি দেখতে পাও?
৩.
আকাশের দিকে তাকাও। তুমি কি সূর্য দেখছ?
তার চুমো গালে অনুভব করো। সকাল হয়ে গেছে।
৪.
সাগর দেখ, সাথে তার নীল ঢেউ।
৫.
তুমি কি কাছিমগুলো দেখতে পাও? আর মাছগুলো?
৬.
পাহাড়ের দিকে তাকাও। আকাশের সাথে মিশেছে।
শোনো ঈগলের আওয়াজ, উঁচুতে উড়ছে, ছোঁ মেরে ধরছে।
৭.
বরফের মুকুট দেখ। সাথে তাদের সাদা চূড়া।
৮.
তুমি কি আকাশের রঙ-বেরঙ আলোর মেরুর ভালুক দেখতে পাও?
৯.
তুমি কি তোমার নাকে বিষ্টির ফোঁটা পড়া অনুভব করছ?
তুমি কি অনুভব করছ যে ঝরনার পানি তোমার পায়ের আঙুলে সুড়সুড়ি দিচ্ছে?
১০.
স্বাদ নাও রসালো ফলের। ঘ্রাণ নাও মিষ্টি ফুলের মুকুলের।
১১.
দুলছে ফসলের গমের মাঠ, শোনো বাতাসের ফিসফিস ধ্বনি।
১২.
শোনো আকাশ, মাটি, সাগরের প্রাণীদের ধ্বনি।
বাস করছে একসাথে এবং সুখে, বন্য ও মুক্ত হয়ে।
১৩.
এখন দেখ আকাশের তারাগুলো, ঝিকমিক করছে সৌরজগতের বাইরে।
চাঁদটা দেখ, তোমার মুখ আলোকিত করছে।
১৪.
তোমার জগতে স্বাগত।
এই জগৎ তোমাকে ভালোবাসে পরিপূর্ণভাবে।
তোমার জগতে স্বাগত।
১৫.
তুমিও কি ভালোবাসবে?
Report incorrect information