একটি কাল্পনিক চরিত্র অভি নামক ২০ বছর বয়সী এক সিরিয়াল কিলারের জীবনের উপর ভিত্তি করে এই বইটির গল্প আবর্তিত হয়েছে। কলোনিস্ক নামক একটি কাল্পনিক শহরে নদীর তীরে ঘন জঙ্গলের ভিতরে একটি পুরনো কটেজ বাড়ি।আর সেখানেই অভির আস্তানা।এই এলাকাটা নির্জন এবং লোকজন এর আনাগোনা, বসবাস খুব কম হওয়ার একমাত্র কারণ হচ্ছে জঙ্গল ধারে অথবা ভিতরে গেলেই নিখোঁজ হয়ে যাওয়া । তাই গত ১০ বছরে কেউ জঙ্গল এর ভিতরে ভয়ে প্রবেশ করেনি।আর যারাই গিয়েছে তারা কেউ ফেরত আসেনি।কিন্তু একবার এক সুন্দরী মেয়ে জঙ্গল এর ভিতরে প্রবেশ তো করেই আবার ওই মৃত্যুপুরীতে (অভির বাসায়) গিয়ে উপস্থিত হয়।এরপর অভির সাথে মুখোমুখি হওয়ার পর মেয়েটির সাথে কি ঘটবে তা জানার জন্য পড়তে হবে এই গল্পটি।বইটিতে অভির মনের অন্ধকার দিক এবং তার পৈশাচিক কাজের বর্ণনা দেওয়া আছে। সাথে রয়েছে রহস্য এবং থ্রিলারের উত্তেজনা যা পাঠকদের মুগ্ধ করতে বাধ্য ।অনেক সময় সিরিয়াল কিলার চরিত্রের মাধ্যমে সমাজের বিভিন্ন অন্ধকার দিকও তুলে ধরা হয় যা মানুষের অন্তর্চক্ষু খুলতে বাধ্য করবে। আশা করি বইটি আপনাদের হতাশ করবে নাহ।
Report incorrect information