Category:কলকাতা পুস্তকমেলা ২০২৫
বইটি বিদেশি সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করতে ৩০-৪০ দিন সময় লাগবে।
কী বলা যাবে একে? পুনরাবিষ্কার?
জীবনানন্দ পুনরাবিষ্কার?
পড়া-জীবনানন্দের নতুন পাঠ তৈরি হওয়া। ব'দলে যাওয়া এতদিনের পড়াটাই।
তেমনটাই ঘটেছে 'নির্ঝর' প্রকাশিত 'বিভা' উপন্যাসের এই নতুন সংস্করণটিতে। এ শুধু নতুন এক প্রকাশকের নতুন এক সংস্করণ নয়। এ এক নব-উন্মোচন!
এ'কথা জানা যে এতদিন আমরা পূর্ণাঙ্গ উপন্যাসটি প'ড়ি নি!
এ'কথা জানা যে এতদিন আমরা উপন্যাসটির হুবহু পাঠটি প'ড়ি নি!
প'ড়েছি খন্ডিত ও পরিবর্তিত শব্দাবলীর পাঠ! যে কোনও কারণেই হোক। সেসব কথা দিয়েই গাঁথা এই বইয়ের সম্পাদক স্নেহাশিস পাত্রের ভূমিকাটি।কেমনভাবে ভূমেন্দ্র গুহের হাত ঘুরে এই উপন্যাসের পান্ডুলিপির জেরক্স তাঁর কাছে এসে পৌঁছাল, সে কাহিনীও কম নাটকীয় বা কম রোমাঞ্চকর নয়। মনে হয় জীবনানন্দের নভেলেরই কোনও চরিত্রের বয়ান যেন শুনতে পাচ্ছি।
কেন এ'কথা বলছি তা ঐ ভূমিকা প'ড়ে জানাই ভালো।
সুখের কথা, এবার হুবহু প্রকাশ পেল এই উপন্যাস। এবার প'ড়লে বোঝা যাবে এই রচনা জীবনানন্দের উপন্যাসমালায় কোনও গৌণ বা খসড়া রচনা নয়। বরং এ সেই লেখা, যেখানে এক বাঙালি ঔপন্যাসিকের কলম খুঁজতে চাইছে ইউরোপিয় গড়নের 'নির্জন' আত্মদর্শনময় নভেলের উচ্চাকাঙ্খা। একটু ধীর গতির গদ্য,কিন্তু আন্তরিক উন্মোচনে সেখানে গভীরতাকাঙ্খা। সব মিলিয়ে জীবনানন্দের আর এক 'আদার' নির্মাণ।
কেন এ'কথা বলছি তা ঐ উপন্যাস প'ড়ে জানাই ভালো।
এ'বই এখন সদ্য মোড়ক খুলেছে।
এ'বই না প'ড়লে এখন অনুসন্ধানী সাহিত্য-পাঠকের 'জার্নি' সমাপ্ত হবে না।
'নির্ঝর' এখনও এক কম বয়সি প্রকাশক। কিন্তু বই প্রকাশে পরপর যে সব চমক সে দেখিয়ে চলেছে,তাতে ইতিমধ্যেই তার 'দামালপনা' সুপ্রতিষ্ঠিত।
Report incorrect information