Get eBook Version
TK. 225এই স্বল্প পরিসরে দীলতাজ রহমানের ‘হলিডে হাউজ’ বইটি থেকে মূল গল্প ‘হলিডে হাউজ’ এর বিষয়বস্তু নিয়ে এখানে সংক্ষেপে যা বলা যায়- ‘হলিডে হাউজ’ এমন একটি গল্প, দীলতাজ রহমান বাংলাদেশের কোনো এক জেলার নিভৃত একগ্রামে একটি বাড়ি করে বাড়িটির নাম বাংলায় নয়, একেবারে ইংলিশে রেখেছেন ‘হলিডে হাউজ’। বাঙ্গালবাড়ির এই ইংরেজি নাম লেখার কারণ, নামটি দেখলে এবং শুনলেও যেন সাধারণ মানুষের রক্তে ছুটির অনুরণন বাজে এবং অনেকের সাথে অবকাশ যাপনে তার সাধ হয়। মানুষকেই যেন মানুষের জানার কৌতুহল জন্মে। বিশেষ করে তিনি তার সাধ্যের ভেতর লেখকদের জন্য একটি আখড়া গড়তে চেয়েছেন, এই ‘হলিডে হাউজ’ সেটাই।
বাঙালি আগে ছুটি উপভোগ করতে জানত না। ইদানিং অবশ্য শিখেছে। তাই শিল্প-সাহিত্য করা মানুষেরা গ্রামকেও যেন তাদের ভ্রমণের তালিকায় রাখেন, তারই সূত্রপাত ঘটাতে নিজের না হলেও স্বামীর গ্রামে দীলতাজ এই ‘হলিডে হাউজ’টি নির্মাণ করেছেন। আর এটি করতে করতে পাল্টে যায় রাজনৈতিক প্রেক্ষাপট। শিকার হন তিনি হামলার। তাই ‘হলিডে হাউজ’ নির্মাণের অভিজ্ঞতার ভেতর খুব স্বাভাবিকভাবে মিশে আছে রাজনৈতিক পেক্ষাপট বদলের ধকল। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে লেখা ‘হলিডে হাউজ’সহ বইটির অন্যান্য গল্পও বহু ঘটনার মিশেলে সংস্কৃতির এক পঞ্চব্যঞ্জন হয়ে উঠেছে। যেমনটি তার আগের অনেক লেখায়ও পাওয়া যায়।
‘মাত্রা’ প্রকাশ থেকে এটি দীলতাজ রহমানের তৃতীয় বই। আশা করি এবারের বইটিও পাঠক, আপনাদের ভাল লাগবে।
Report incorrect information