Category:সমকালীন উপন্যাস
বইমেলা একটা রহস্যময়ী জায়গা। শত শত বইয়ের ভীড়ে যেমন মেলে বইপোকাদের সন্ধান তেমনি পাওয়া যায় প্রেমিক- প্রেমিকাদের দেখা। পাঁচ বছর আগে বইয়ের পাতা উল্টাতে গিয়ে নীলের নজর আটকে যায় এক অপরিচিতার দিকে। নীল বারবার সেই সুহাসিনীর দেখা পায় কিন্তু তাকে হারিয়ে ফেলে। যাকে একবার দেখেই নীলের হৃদয়ে এসেছে প্রেমের জোয়ার তার নামখানাও জানা নেই। নীল কি পারবে মেয়েটিকে নিজের করে নিতে। কখনও কি মিলবে তার খোঁজ? নীল ভেবে যায় তাকে রোজ।
Report incorrect information