প্রি-অর্ডারের এই পণ্যটি 15 Nov 2025 তারিখে প্রকাশ পেতে পারে বলে প্রকাশনী থেকে জানানো হয়েছে। তবে বিশেষ কোন কারণে প্রকাশিত হওয়ার তারিখ পরিবর্তন হতেও পারে.
আমাদের মহাবিশ্ব খুবই চমকপ্রদ এক স্হান, তা যতটা না চমকপ্রদ, তার চেয়েও অধিক রহস্যময় ও জটিল, যেখানে প্রতিটি নক্ষত্র, গ্রহ, গ্যালাক্সি যেন একেকটি গল্প বয়ে নিয়ে চলে। একইসাথে, মহাবিশ্ব যেন এক অসীম রহস্যমন্ডিত ক্যানভাস, যার প্রত্যেক পরতে পরতে লুকিয়ে রয়েছে অজানা সব গল্প। আর সেসব গল্পের সমন্বয়ই হচ্ছে 'জ্যোতির্বিজ্ঞানে হাতেখড়ি'- নামক বইটি।
বইটিতে একে একে আমরা দৃশ্যমান জগত থেকে অদৃশ্যমান জগতের দিকে যাবো৷ অন্ধকার রাতের আকাশ আমাদের কি বলে, আমরা কি দেখতে পাই, আকাশ নিয়ে আমাদের চিরায়ত ভাবনা, নক্ষত্রমন্ডলদের দেখবো, দেখবো বছরজুড়ে কিভাবে আকাশে নক্ষত্রদের অবস্থান পরিবর্তিত হয়, সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের মতো জটিল সব ঘটনা কিভাবে ঘটে, কিভাবে ঋতু পরিবর্তিত হয়। মিটিমিটি করে জ্বলা নক্ষত্রদের নিয়ে জানবো, দেখবো তাদের বিস্তর প্রকৃতি, কিভাবে তারা আলো দেয়, কিভাবে তাদের জন্ম ও বিবর্তন ঘটে, কিভাবে একটি নীহারিকার সৃষ্টি হয়, তা থেকে সৃষ্টি হয় নক্ষত্রদের। নক্ষত্ররা খুব জটিল ও ধ্বংসাত্মক প্রক্রিয়ায় ধ্বংসপ্রাপ্ত হয়। কিন্তু কি সেই প্রক্রিয়া? বহু বিলিয়ন বছর ধরে আলো দেয়া নক্ষত্ররা কিভাবে শেষ সময়ে শ্বেত বামন, নিউট্রন নক্ষত্র বা, ব্ল্যাকহোলে পরিণত হয় তাও দেখবো বিশদভাবে৷ কিভাবে নক্ষত্ররা ধাপে ধাপে মৃত্যুমুখে পতিত হয়, এরপর তাদের ধ্বংসাবশেষ কিভাবে বিবর্তিত হয় তাও সবিস্তর দেখবো।
সবশেষে, এই বই যে কোনো কৌতূহলী পাঠকের জন্য এক মহাজাগতিক যাত্রা। যে কেউ, যিনি রাতের আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করেন—"আমরা কোথা থেকে এসেছি? রাতের আকাশে আমরা কি দেখি?"—তাঁদের জন্যই এই গ্রন্থ।