দার্শনিকগণ নির্মম যুক্তির জালে সত্যের শিকারি। অন্যদিকে কবিরা চপল-চঞ্চল কল্পনাচারিতায় সত্য বিনির্মাণে থাকেন বিভোর। তবে দার্শনিক যখন সত্য সন্ধানে কাব্যিক হয়ে ওঠেন বুঝতে হবে কঠিন কষ্টিপাথরে সঞ্চারিত হয় প্রাণ। ‘শোনো কন্যা, শোনো পুত্র’ কাব্যগ্রন্থে দার্শনিক কবি আনিছ বিন ছিদ্দিক বিন মিয়ারাজ কাব্যের জাদুতে দর্শনের শিরা-উপশিরায় বিরাজমান রহস্য ভেদ করে সত্য করেছেন দিব্যমান। তাঁর দার্শনিক মনের সাথে কাব্য হৃদয়ের এই মিলন মোহনায় পাঠকগণ খুঁজে পাবেন সত্যের সন্ধান
Report incorrect information