লেখক জায়েদ ফরিদ আজীবন প্রকৃতির সঙ্গে কাটিয়েছেন। দায়িত্বশীল কর্মের খণ্ড অবসরে যখনই সময় পেয়েছেন--গ্রামে-গঞ্জে, শহরতরিতে সাধারণ এবং অতি সাধারণ মানুষের সান্নিধ্যে জীবন-ঘনিষ্ঠ সময় কাটিযেছেন তিনি। এই গ্রন্থের ছোটগল্পগুলোতে আমরা এর শিল্প-সমৃদ্ধ প্রতিফলন দেখতে পাই। তাঁর রচনায শিক্ষিত-অশিক্ষিত, ধনী-দরিদ্র, ধর্ম-বর্ণ, বয়সের কোনো বিভেদ বিরাজ করে না। সবকিছু ডিঙিয়ে মানুষকেতথা সাধারণ মানুষের জীবনাচরণকে অনেক বড় করে দেখেছেন তিনি। বাংরা সাহিত্যে শহরকেন্দ্রিক গল্পের তুলনায় প্রকৃতিনিষ্ঠ গল্পের সংখ্যা নগণ্য্ আশা করি পাটকরা গল্পগুলো সাদরে গ্রহণ করবেন।
Report incorrect information