লেখক জায়েদ ফরিদ প্রকৃতি ভালোবাসেন। একান্তই সহজাত এই ভালোবাসা, যা যেকোনো দেশের প্রকৃতির জন্যই প্রযোজ্য। এই গ্রন্থের গল্পগুলোতে দেশের জল-মাটি পরিবেশের প্রতি উচ্চারণ থাকলেও পক্ষপাতিত্ব নেই। প্রবাস থেকে বাৎসরিক ছুটিতে তিনি যেমন দেশের প্রকৃতিতে বিচরণ করেছেন, কর্মরত অবস্থায়ও তেমনি নিবিড়ভাবে মরু-প্রকৃতিকে অবলোকন করেছেন। মাটি-বালি-কঙ্করের মরুপ্রকৃতি ভিন্ন, যেখানে বসবাসকারী মানুষের জীবিকা এবং জীবনোপকরণও ভিন্নÑযা অপরূপ হয়ে ধরা দিয়েছে লেখকের শিল্প-মানসে। মধ্যপ্রাচ্যে কর্মরত স্বদেশী ব্যতিরেকে এমন প্রকৃতি আমাদের তেমন পরিচিত নয়। পরম উৎসাহেই তিনি পরিচিত হয়েছেন ধর্মভীরু সাচ্চা দিলের মানুষ মরুচারী বেদুইনদের সঙ্গে, যারা কখনও মিথ্যাচার করে না। এসব বেদুইনদের সুখ-দুঃখ, হৃদয়ের অনুভব নিয়ে নানাভাবে স্মৃতিচারণ করেছেন আলাপে ও বিলাপে। এই গ্রন্থের গল্পগুলোকে আমরা বাংলাসাহিত্যের এক নতুন সংযোজন বলে মনে করতে পারি। পাঠককুল অশ্রুতপূর্ব ভিন্ন স্বাদের এই গল্পগুলোর যথাযথ মূল্যায়ন করবেন বলেই আমাদের বিশ্বাস।
Report incorrect information